সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও। মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইন ১০৯ নম্বর থেকে কল পেয়ে এক মাদ্রাসার ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে,সোমবার শেষ বিকালে সদর উপজেলা বেগুনবাড়ী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে'র অপ্রাপ্ত বয়সে বিয়ের আয়োজন চলছিলো।
এই সংবাদ জাতীয় হেল্পলাইন নম্বর থেকে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থানার একদল পুলিশ সদস্যসহ ওই ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে তার বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ফোন পাওয়ার পর বাল্যবিয়ে বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নেয়া হয়। সম্পাদনা: জেরিন