রাশিদ রিয়াজ : জেনারেল ইলেক্ট্রিক কোম্পানির ইকুইটি ফার্ম ব্লাকস্টোন ও মিডিয়া জরিপ ফার্ম নেইলসেনকে নেতৃত্ব দেয়ার পর গত ১০ মাস ধরে জটিলতার আবর্তে পড়া বোয়িং’এর সিইও হিসেবে গুরু দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন ডেভ। প্রযুক্তিগত ত্রুটির কারণে দুটি বোয়িং বিধ্বস্ত হওয়ার পর ৩৪৬ জনের মৃত্যু ছাড়াও বড় বড় এয়ারলাইন্সগুলো বোয়িং চালাতে অস্বীকার করার পর বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি চেপে বসেছে এই মার্কিন বিমান কোম্পানির ওপর। এ ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি বোয়িংকে নিরাপদ ও যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কিন্তু ডেভ এত সময় পাবেন কি না সে সম্পর্কে নিশ্চিত নন এয়ারলাইন ব্যবসা বিশ্লেষক রন এপস্টেইন। কারণ বোয়িংএ কর্মরতদের মনোবল ফিরিয়ে আনাও ডেভের জন্যে এক কঠিন চ্যালেঞ্জ। সিএনএন
বোয়িংএর গত ৫০ বছরের ইতিহাসে কোম্পানিটিকে ৬৫ বছরের বেশি বয়স্ক কোনো সিইও’কে নেতৃত্ব দিতে দেখা যায়নি। আগামী বছর ডেভ ৬৩ বছর বয়সে পা দেবেন। বোয়িংএর কোনো কর্মকর্তা এ প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি যে এটি কোম্পানিটির নীতি নাকি প্রচলিত বিষয়। এসব বিবেচনা করেই রন এপস্টেইনের আশঙ্কা ডেভ হয়ত কিছুটা সময় বোয়িংএর ‘কেয়ারটেকার’ হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।