শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত মাঠে থাকতে চায় বিএনপি

তৌহিদ হোসেন : মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের এরই মধ্যে সেই দিকনির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র পাহারায় ত্যাগী ও সাহসী নেতা-কর্মীদের নিয়ে ‘কেন্দ্র পাহারা কমিটি’ করে দেয়া হচ্ছে। এ ছাড়া ভোট কেন্দ্রের ভেতরে যারা পোলিং এজেন্ট থাকবেন, তাদেরও ইভিএমসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পোলিং এজেন্টের জন্য স্থানীয় সাহসী, ত্যাগী ও পরিচিত নেতা-কর্মী বাছাই করা হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন

এদিকে ধানের শীষ প্রতীকে বিএনপির দুই মেয়র প্রার্থীকে এরই মধ্যে ২০-দলীয় জোট সমর্থন দিয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টও সমর্থন দিয়ে ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে কোনো পরিস্থিতিতে আমরা ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবো। সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট দেবে না, এটা পরিষ্কার। তারপরও দেশবাসী বিশেষ করে তরুণদের দেখাতে চাই, একাদশ জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনে সরকারের আচরণ কেমন। বর্তমান সরকারের যে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তা জাতি দেখুক।

বিএনপি নেতারা বলছেন, সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই সিটিতেই বিপুল ভোটে বিজয়ী হবে। আর ভোট কারচুপি হলে তাও ইস্যু হিসেবে নিয়ে রাজপথে সরব হবে দলটি। এদিকে স্থানীয় সরকারের ভোট হলেও ভোটের প্রচারণায় জাতীয় ইস্যুতে সরকারের নানা ব্যর্থতার দিকগুলো তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রচারণায় থাকছে বেগম খালেদা জিয়ার মুক্তি ইস্যু। তৈরি করা হয়েছে কয়েক লাখ লিফলেট। প্রতিটি ঘরে এ লিফলেট পৌঁছে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। ভোটের জোয়ার তুলে শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে চায় বিএনপি।

জানা গেছে, ইভিএম নিয়ে বিএনপি নেতিবাচক বক্তব্য দিলেও দুই সিটিতে প্রাথমিকভাবে ৩ হাজার নেতা-কর্মীকে প্রশিক্ষণ দেয়া হছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন এ প্রশিক্ষণের দায়িত্বে থাকবে। সিটি ভোটকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এরইমধ্যে নির্বাচন পরিচালনাসহ ১০টি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গতকাল থেকে মেয়র পদে প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে বিএনপি।

বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বলেন, ওয়ার্ড পর্যায়ে ২৫ জন করে নেতা-কর্মীকে ইভিএম বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। তারা ওয়ার্ড পর্যায়ে আরও নেতা-কর্মীকে পোলিং এজেন্ট হিসেবে প্রশিক্ষণ দেবেন। দক্ষিণ সিটিতে ৭৫ ও উত্তরে ৫৪টি ওয়ার্ডেই এ কার্যক্রম চলবে। এবার নেতা-কর্মী বাছাই করে প্রশিক্ষণ দেয়া হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়