স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয় নিয়ে সিরিজ পকেটে পুরতে চান বিরাট কোহলিরা। কিন্তু তাতে বাধ সাধতে বদ্ধ পরিকর সফরকারী শ্রীলঙ্কা। তাই তো সিরিজ নিষ্পত্তির ম্যাচে টস জিতে টার্গেটে লেখাকে বেছে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা।
শুক্রবার পুণের এমসিএ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বিরাট কোহলিরা। ইন্দোরে দ্বিতীয় ম্যাচে ভারতীয় বোলাররা চমৎকার বোলিং করার পর ব্যাটসম্যানদের হিসেবি ব্যাটিংয়ে অনায়াসে জয় পায় ভারত। এদিকে ওপেনারদের ভাল শুরুর পরেও ব্যাটিং বিপর্যয় নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা। প্রসঙ্গত, গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়।
ভারত একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, মণীষ পাণ্ডে, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর, নবদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দর।
শ্রীলঙ্কা একাদশ : লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, অভিস্কা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডিসিলভা, ওশাদা ফার্নান্ডো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা ও লাকশান সান্দাকান।