মশিউর অর্ণব: বুধবার ইউক্রেনের বোয়িং ৭৩৭ বিমানটি তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহী নিহত হন। রাশিয়ার তৈরি ক্ষেপনাস্ত্র দিয়েই ইরান এই বিমানটি ভূপাতিত করেছিলো বলে সন্দেহ প্রকাশ করছে কিয়েভ। রয়টার্স, নিউইয়র্ক টাইমস।
বৃহস্পতিবার ইউক্রেনের পক্ষ থেকে বিমানটি বিধ্বস্তের সম্ভাব্য চারটি কারণ জানানো হয়েছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ওলেক্সি দানিলোভ বলেন, ‘আমরা বিমানটি ভূপাতিত হওয়ার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছি। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যউপাত্ত বিশ্লেষণের পর আমরা ধারণা করছি, দূর্ঘটনাস্থলের নিকটেই রাশিয়ার তৈরি ক্ষেপনাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
বুধবার ইউক্রেনের একটি তদন্তকারী দল রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ধ্বংসাবশেষ সংগ্রহের জন্য দুর্ঘটনার স্থানটিতে অনুসন্ধান করতে চেয়েছিলো। অপরদিকে ইরানের বেসামরিক বিমান সংস্থার প্রধান আলী আবেদজাদেহ বলেন, ‘আমরা ব্ল্যাকবক্সটি প্রস্ততকারক সংস্থা অথবা যুক্তরাষ্ট্রকে দিবো না। ইরানের বিমান সংস্থাই দূর্ঘটনাটির তদন্ত করবে, তবে ইউক্রেন চাইলে তদন্তের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারবে।’