শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 স্পীড বোট দুর্ঘটনায় নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী : পটুয়াখালীর পায়রাবন্দর সংলগ্ন আগুনমুখা নদীতে দুই স্পীড বোটের সংঘর্ষে নিখোঁজ হওয়া ব্যাক্তির লাশ উদ্ধার হয়েছে। বুধাবার সন্ধায় আগুনমুখা নদীর পানপট্টি লঞ্চঘাটের পশ্চিম থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম আইয়ুব আলী(২৫)। সে রেবকো ফার্মাসিটিক্যাল এর সেলসম্যান ও পটুয়াখালী সদর উপজেলার ধরান্দী এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে। নিহতর পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করেছে।

জানাগেছে, আইয়ুব আলী ঔষধ কম্পানীর কাজে রাঙ্গাবালীতে এসেছিলেন। কাজ শেষে ফেরার পথে সোমবার সন্ধায় স্পীড বোট দুর্ঘটনা শিকার হয়ে সে নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়টি স্পীড বোট কতৃপক্ষ প্রথমে লুকালেও পরবর্তিতে তা প্রকাশ হয়। এপর সোমবার সারাদিন স্থানীয় জেলেরা নদীতে জাল টেনে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যয়ে সন্ধার দিকে তারা লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানা অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতর পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করেছে। এছাড়া নিহতর পরিবারের পক্ষথেকে গতকাল পটুয়াখালী সদর থানায় একটি জিডিও করা হয়েছিল।

উল্ল্যেখ্য, গত সোমবার সন্ধা সাড়ে ৫টার দিকে রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট থেকে ৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া স্পীড বোটটি গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চ ঘাটের কাছাকাছি পৌছালে পায়রা বন্দরের একটি স্পীড বোটের সাথে সংঘর্ষ হয়। এসময় আইয়ুব আলী নিখোঁজ হয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়