শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে যেতে সরকারি আদেশে স্বাক্ষর তামিম-মুমিনুলদের, তবে মুশফিকের না

শিউলী আক্তার : আসন্ন পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কেটে উঠছে। যদিও এখনো চূড়ান্ত ভাবে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটারদের মতামত নিয়ে জিও (গভর্নমেন্ট অর্ডার) বা সরকারি আদেশে স্বাক্ষর করে নিচ্ছে বিসিবি। এতে স্বাক্ষর করেছেন তামিম ইকবাল ও মুমিনুল হক। তবে মুশফিকুর রহিম এতে স্বাক্ষর করেননি।

জাতীয় দলের যেকোনো সফরের আগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ হচ্ছে জিও (গভর্নমেন্ট অর্ডার)। পাকিস্তান সিরিজের আগেও ক্রিকেটাররা এই নির্দেশিকায় স্বাক্ষর করেছেন।

এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন বলেন, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তাদের সামনে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ভিন্ন ভিন্ন মতামত এসেছে আমাদের কাছে। পাকিস্তান সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
পাকিস্তান সফর নিয়ে কয়েক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তবে সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা জানা যায়নি।

১২ জানুয়ারির অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড সভা। সেখানেই পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সেদিনই জানা যাবে সিদ্ধান্ত।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও বিসিবি চাইছে শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে পিসিবি এই প্রস্তাবে রাজি নয়। পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়