শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান সফরে যেতে সরকারি আদেশে স্বাক্ষর তামিম-মুমিনুলদের, তবে মুশফিকের না

শিউলী আক্তার : আসন্ন পাকিস্তান সফর নিয়ে ধোঁয়াশা কেটে উঠছে। যদিও এখনো চূড়ান্ত ভাবে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেটারদের মতামত নিয়ে জিও (গভর্নমেন্ট অর্ডার) বা সরকারি আদেশে স্বাক্ষর করে নিচ্ছে বিসিবি। এতে স্বাক্ষর করেছেন তামিম ইকবাল ও মুমিনুল হক। তবে মুশফিকুর রহিম এতে স্বাক্ষর করেননি।

জাতীয় দলের যেকোনো সফরের আগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ হচ্ছে জিও (গভর্নমেন্ট অর্ডার)। পাকিস্তান সিরিজের আগেও ক্রিকেটাররা এই নির্দেশিকায় স্বাক্ষর করেছেন।

এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন বলেন, ‘আমরা খেলোয়াড়দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তাদের সামনে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ভিন্ন ভিন্ন মতামত এসেছে আমাদের কাছে। পাকিস্তান সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
পাকিস্তান সফর নিয়ে কয়েক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তবে সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, সেটা জানা যায়নি।

১২ জানুয়ারির অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড সভা। সেখানেই পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সেদিনই জানা যাবে সিদ্ধান্ত।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। এই সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও বিসিবি চাইছে শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে পিসিবি এই প্রস্তাবে রাজি নয়। পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়