আব্দুম মুনিব, কুষ্টিয়া প্রতিনিধি : কোন রকম যৌক্তিক কারণ ছাড়াই অধিকাংশ নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে কুষ্টিয়ার ব্যবসায়ীরা। পাশাপাশি বেড়েছে তেল, ডিম, আদা, রসুন, ময়দা, মরিচ, হলুদ, মসলা, ডাল ও চিনিসহ অধিকাংশ নিত্য পণ্যের দাম।
বর্তমানে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও কুষ্টিয়ায় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০টাকায়। সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ২০/২৫ টাকার ফুলকপি দাম বেড়ে হয়েছে ৩০-৩৫ টাকা, ২৫ টাকার কেজির সীমের দাম বেড়ে হয়েছে ৩০-৩৫ টাকা, ৪০ টাকা কেজির কাঁচামরিচ দাম বেড়ে হয়েছে ৬০ টাকা, বেগুন, টমেটো, গাজর সহ অন্যান্য সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০টাকা, সাধারণ ক্রেতারা বাজারে বাজার করতে এসে হিমসিম খাচ্ছে।
সাধারণ বিক্রেতারা বলছেন কয়েক দিন বৃষ্টি পাতের কারণে চাষীরা ফসল তুলতে না পারায় বাজারে সবজীর সংকট দেখাদেয়ায় সবজীর দাম কিছুটা বেড়েছে, তবে আবহাওয়া শুস্ক ও ভালো হলে সবজীর দাম আবার কমে আসবে।
জেলা বাজার কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, পিয়াজের দামসহ সব পণ্যর দাম কিছুটা বেড়েছে, তবে আমরা প্রতি দিন বাজার মনিটরিং করছি। সম্পাদনা : জহুরুল হক