শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আসছেন পিসিবির সভাপতি এহসান মানি

শিউলী আক্তার : চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসছেন আইসিসির দুই সদস্যের কমিটির দল। তাদের সঙ্গী হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি চেয়ারম্যান এহসান মানি।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম তাদের খবরে বলছে, আইসিসির কমার্শিয়াল এবং ফাইন্যান্স বিভাগের প্রধান হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোচনা করবেন এহসান মানি। তার সঙ্গী হয়ে আসছেন আইসিসির প্রধান নির্বাহী মানু সোহনি।

আইসিসির প্রতিনিধি দলের সফরে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এখন দেখার বিষয় পিসিবি চেয়ারম্যান কি পারবেন বিসিবিকে রাজি করাতে, পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ খেলার জন্য?

চলতি মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সফরটি নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে চলছে কথার লড়াই। ক’দিন আগেই বিসিবি জানায় আইসিসির প্রতিনিধি দল চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসবে। এই সফরে আইসিসির পরবর্তী বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা হবে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসি’র ইভেন্ট নিয়ে অন্যান্য সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা পর্যায়ক্রমে আলোচনা করছেন। মূলত ২০২৩ সালের পরে আইসিসির যে ইভেন্টগুলো হবে, সেগুলো নিয়ে তারা আলোচনা করবেন আমাদের সঙ্গে। জানুয়ারি মাসের শেষের দিকে তাদের আসার কথা রয়েছে।’

পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানিয়েছে, বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচ দেখতে আইসিসির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে বিসিবি। আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়