শিরোনাম
◈ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য খরচে: ইউআরপি ও ডিএলআর প্ল্যাটফর্মে নিরাপদ ও সরাসরি নিয়োগ নিশ্চিত ◈ অসংক্রামক রোগ প্রতিরোধে জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ জামায়াতে ইসলামী’র পুনরুত্থানে বাংলাদেশ রাজনীতি ডানমুখী হচ্ছে ◈ সুখবর: মার্কিন শুল্ক নীতির কারণে চীন-ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে গার্মেন্ট অর্ডার ◈ কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ◈ কাগজ দেওয়ার নাম করে বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে কষে চড় মারেন যুবক ◈ দীর্ঘায়ুর মানচিত্রে নতুন সংযোজন সিঙ্গাপুর, স্বাস্থ্যনীতি ও টেকসই নগরায়ণে বিশ্বের ষষ্ঠ ‘ব্লু জোন ◈ এবার বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল, বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর ◈ রোনালদোর আল নাসর সৌদি সুপার কাপের ফাইনালে ◈ দেশের ৭ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ, ৩০ হাজার টাকা ও জুতাপেটা করে ঘটনা ধামাচাপা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৮) ধর্ষণের শিকার হয়েছে। সোমবার স্থানীয়ভাবে সালিশ বৈঠকে চিকিৎসা খরচ বাবদ ৩০ হাজার টাকা ও ৫০টি জুতাপেটা করে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সরেজমিনে গিয়ে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী ঘেলেপাড়া গ্রামের ষাটোর্ধ আছর উদ্দিন বরই দেয়ার কথা বলে জনৈক হক সাবের ভূট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে মুখ চেপে ধর্ষণ করে। ভিকটিম রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে এ ঘটনা প্রকাশ পায়।
ওইদিন রাতে ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক ইউপি মেম্বার ছোরহাব উদ্দিন মেয়ের পরিবারকে ৩০ হাজার টাকা দিয়ে মিমংসার চেষ্টা করে। এতে শিশুটির পরিবার রাজি না হলে সোমবার বিকেলে ছোরহাব মেম্বারের নেতৃত্বে তার বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশে ভিকটিমের চিকিৎসা খরচ বাবদ ৩০ হাজার টাকা ও ধর্ষককে ৫০টি জুতার বাড়ি দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়।

স্থানীয় লোকজন ন্যাক্কারজনক এ ঘটনায় ধর্ষক আছর উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া জানান, ধর্ষণের ঘটনা স্থানীয়ভাবে মিমাংসার কোনো সুযোগ নেই।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, ঘটনাটি আমার নলেজে নেই। এখনই পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়