শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না পেয়ে মিলের রাস্তা বন্ধ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা

আমাদের সময় : নরসিংদীর মেহেরপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আর কে টেক্সটাইল মিলের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা।

গতকাল রোববার দুপুরে মেহেরপাড়া ইউনিয়নে খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা হলেন, নরসিংদী সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহিদ হাসান পাপ্পু, মেহেরপাড়া ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ঈমান হাসান।

জানা যায়, সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীতে শাহিদ হাসান পাপ্পু ও ঈমান হাসান তাদের সহযোগী সুমন, মিলন, নুরুনবীসহ ১৫-২০ জনের নেতৃত্বে মেহেরপাড়া ইউনিয়নে খালপাড় গ্রামের সাদ্দাম হোসেনর বাড়ি ও গ্যারেজে হামালা চালায়। ওই সময় তাদের হামলায় নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা বাড়ির গ্যারেজে থাকা মাইক্রোবাসসহ মোট সাতটি গাড়ি ও ঘরবাড়ি ভাঙচুর করে। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্বেচ্ছাসবক লীগ নেতা শাহিদ হাসান পাপ্পুসহ মোট ১৪ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করেন আর কে টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মিয়ার চাচাতো ভাই সাদ্দাম হোসেন। এতে ক্ষিপ্ত হন স্বেচ্ছাসেবকলীগ নেতা পাপ্পু। গত ৩১ ডিসেম্বর জামিনে বেরিয়ে আসেন পাপ্পুর সাত সহযোগী। জামিনে বেরিয়ে এসে আবার তারা আজ দুপুর ১২টার দিকে সাদ্দামের চাচাতো ভাই আর কে ট্রেক্সট্রাইলের মালিক মোস্তাফা মিয়ার কারখানায় যাতায়াতের রাস্তায় গাছ ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন।

আর কে টেক্সটাইলের মালিক মোস্তাফা মিয়া বলেন, ‘গত শনিবার রাতে আমার কাছে পাপ্পু, ঈমান ও তাদের সহযোগী সুমন, মিলন, নুরনবীকে আমার কাছে পাঠায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা দেইনি বলে আমার মিলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন কোনো গাড়ি আমার মিলে প্রবেশ করতে পারছে না।’

খালপাড় গ্রামের সাদ্দাম হোসেন বলেন, ‘পাপ্পুর নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা হয়। তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তিনি আমাদের ওপর আরও ক্ষিপ্ত হন। জামিনে এসে এখন প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমরা তাদের হাত থেকে বাঁচতে চাই।’

এ বিষয়ে জানতে সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহিদ হাসান পাপ্পুকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নরিসংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ বলেন, ‘রাস্তা বন্ধ করার এখতিয়ার কারও নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়