শিরোনাম
◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও) ◈ চাঁদে আঘাত হানতে পারে বিশাল গ্রহাণু, হতে পারে ভয়াবহ উল্কাবৃষ্টি ◈ তারেক রহমানের পাশে বসা ভাইরাল ভিডিও নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি ◈ বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার আশা করি: জি-২৪ ঘণ্টাকে শেখ হাসিনা ◈ রমজানে মক্কা–মদিনায় তারাবিহ হবে ১০ রাকাত, সিদ্ধান্ত সৌদি কর্তৃপক্ষের ◈ বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যু ◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদা না পেয়ে মিলের রাস্তা বন্ধ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা

আমাদের সময় : নরসিংদীর মেহেরপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আর কে টেক্সটাইল মিলের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা।

গতকাল রোববার দুপুরে মেহেরপাড়া ইউনিয়নে খালপাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা হলেন, নরসিংদী সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহিদ হাসান পাপ্পু, মেহেরপাড়া ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ঈমান হাসান।

জানা যায়, সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীতে শাহিদ হাসান পাপ্পু ও ঈমান হাসান তাদের সহযোগী সুমন, মিলন, নুরুনবীসহ ১৫-২০ জনের নেতৃত্বে মেহেরপাড়া ইউনিয়নে খালপাড় গ্রামের সাদ্দাম হোসেনর বাড়ি ও গ্যারেজে হামালা চালায়। ওই সময় তাদের হামলায় নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। হামলাকারীরা বাড়ির গ্যারেজে থাকা মাইক্রোবাসসহ মোট সাতটি গাড়ি ও ঘরবাড়ি ভাঙচুর করে। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্বেচ্ছাসবক লীগ নেতা শাহিদ হাসান পাপ্পুসহ মোট ১৪ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা দায়ের করেন আর কে টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মিয়ার চাচাতো ভাই সাদ্দাম হোসেন। এতে ক্ষিপ্ত হন স্বেচ্ছাসেবকলীগ নেতা পাপ্পু। গত ৩১ ডিসেম্বর জামিনে বেরিয়ে আসেন পাপ্পুর সাত সহযোগী। জামিনে বেরিয়ে এসে আবার তারা আজ দুপুর ১২টার দিকে সাদ্দামের চাচাতো ভাই আর কে ট্রেক্সট্রাইলের মালিক মোস্তাফা মিয়ার কারখানায় যাতায়াতের রাস্তায় গাছ ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন।

আর কে টেক্সটাইলের মালিক মোস্তাফা মিয়া বলেন, ‘গত শনিবার রাতে আমার কাছে পাপ্পু, ঈমান ও তাদের সহযোগী সুমন, মিলন, নুরনবীকে আমার কাছে পাঠায় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি তাদের চাঁদা দেইনি বলে আমার মিলের রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন কোনো গাড়ি আমার মিলে প্রবেশ করতে পারছে না।’

খালপাড় গ্রামের সাদ্দাম হোসেন বলেন, ‘পাপ্পুর নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা হয়। তার বিরুদ্ধে মামলা দেওয়ায় তিনি আমাদের ওপর আরও ক্ষিপ্ত হন। জামিনে এসে এখন প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। আমরা তাদের হাত থেকে বাঁচতে চাই।’

এ বিষয়ে জানতে সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শাহিদ হাসান পাপ্পুকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

নরিসংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ আহমেদ বলেন, ‘রাস্তা বন্ধ করার এখতিয়ার কারও নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়