শিরোনাম
◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইজিপি ব্যাজ পাচ্ছেন এটিইউ’র ৯ সদস্য

সুজন কৈরী : কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ বছর ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজিপি ব্যাজ) পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সম্মাননা দেয়া হবে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতদের এই পুরস্কার দেয়া হবে। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের ৫৯৫ পুলিশ সদস্য ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ব্যাজ পাওয়া পুলিশ সদস্যদের মধ্যে সাহসিকতা, ক্ষিপ্রতা ও নিরাপত্তার মূলমন্ত্রে দীক্ষিত পুলিশের বিষেশায়িত ইউনিট এন্টি টেরোরিজম ইউনিটের ৯ সদস্যও রয়েছেন। এ বছর তারা ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ- ২০১৯’ পাচ্ছেন। আগামী ৭ জানুয়ারি এই ৯ জনকে আইজিপি এ পুরস্কার দিবেন।

জঙ্গিবাদ ও সহিংস সন্ত্রাসী কার্যক্রম দমনে গড়ে তোলা হয় ‘এন্টি টেরোরিজম ইউনিট’ (এটিইউ)। আধুনিক প্রযুক্তি নির্ভর ও গোয়েন্দা তথ্য ভিত্তিক একটি স্বতন্ত্র ও স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত এই ইউনিট যাত্রা শুরু করে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর। ইউনিটটি জঙ্গীবাদ সংক্রান্ত মামলার তদন্ত, গ্রেপ্তার, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রপন্থা, সাইবার ক্রাইম ও সাইবার পেট্রোলিং, বোমা, বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ, সংগঠিত/সংঘবদ্ধ অপরাধ ও টেরর ফিন্যান্স সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণসহ তা দমনে কাজ করছে। সেইসঙ্গে যে কোনো স্থানের সংঘবদ্ধ অপরাধ দমন এবং জঙ্গী কার্যক্রম পর্যবেক্ষণ করে অন্যান্য ইউনিটগুলোকেও সহযোগিতা করছে। প্রতিষ্ঠার পর স্বল্প সময়ে নানাবিধ সীমাবদ্ধতা সত্তে¡ও এ ইউনিট ইতিমধ্যে প্রধানমন্ত্রীর প্রশংসা অর্জন করেছে। দেশ ও জনগণের কাছে আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নবসৃষ্ট এ ইউনিট জঙ্গি দমনে ১৪ টি সফল অভিযান চালিয়ে গত বছর নব্য জেএমবি, আল্লাহর দল, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম ও হিযবুত তাহরীরের ৩৫ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। এছাড়া সহিংস উগ্রবাদের বিস্তার প্রতিরোধে কমিউনিটি বেইজড বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।

আইজিপি ব্যাজ প্রাপ্তরা হলেন- ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদ, শিরিন আক্তার জাহান। অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, মো. সোহান সরকার, মেরিন সুলতানা ও আমরীন খাইরুল। এছাড়া ৩ জন পুলিশ পরিদর্শকও আইজিপি ব্যাজ পাচ্ছেন। তারা হলেন স্বপন কুমার মিস্ত্রি, মুহাম্মদ রাশিদুল ইসলাম ও মুহাম্মদ ফজলে রহমান।

এ বিষয়ে এটিইউ’র এসপি এম এম হাসানুল জাহীদ (ইন্টেলিজেন্স) বিপিএম, পিপিএম বলেন, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদ দমনে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ ইউনিট সদস্যদের জন্য পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার নিঃসন্দেহে গৌরবময় অর্জন। পেশাগত জীবনে এ ধরনের মূল্যায়ন আরো দায়িত্ব ও নিষ্ঠাবান করে তোলে। উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়।

এপিইউ মনে করে, সন্ত্রাস ও উদ্ভুত হুমকিসমূহ নির্মূল করে নিরাপদ, উন্নত ও বিনিয়োগ বান্ধব বাংলাদেশ নিশ্চিতকরণের যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইউনিটের অগ্রযাত্রা সূচিত হয়েছে, পুলিশের এই স্বীকৃতি কর্মরত ইউনিট সদস্যদের সে অভীষ্ট লক্ষ্য অর্জনে আরো অনুপ্রেরণা জোগাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়