মাজহারুল ইসলাম : নতুন পুলিশ সুপার জায়েদুল আলম যোগদানের এক সপ্তাহের মাথায় এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।
এরমধ্যে সোনারগাঁয়ে ১৪, রূপগঞ্জে ১৪, ফতুল্লায় ৭, সিদ্ধিরগঞ্জে ১, সদরে ২ এবং বন্দরে ৩ জন আড়াইহাজারে ৭জনকে বদলির আদেশ দেয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এ প্রসঙ্গে বলেন, এই বদলি পুলিশের চলমান প্রক্রিয়া। যাদের বদলি করা হয়েছে তাদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তিনি আরও বলেন, কোনো কোনো থানায় অতিরিক্ত অফিসার রয়েছে। অথচ ডিবি, ডিএসবিতে লোক সঙ্কট। তাই থানা থেকে লোক সরিয়ে যেখানে সঙ্কট রয়েছে সেখানকার ঘাটতি পূরণ করা হয়েছে।
একদিনে এতো সংখ্যক পুলিশ কর্মকর্তার বদলির ঘটনা নারায়ণগঞ্জে এবারই প্রথম। পুলিশ সুপার যোগদানের ৫ দিনের মাথায় এতো সংখ্যক কর্মকর্তাকে বদলি করায় থানার অন্য কর্মকর্তাদের মাঝে বদলি আতঙ্ক বিরাজ করছে।