শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ০১ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রনি ও মুজিবের বীরত্বে চূড়ায় থাকা চট্টগ্রামকে হারিয়ে টিকে রইলো কুমিল্লা

আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসরে দাপট দেখিয়ে এগিয়ে চলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচের ৬টিতে জিতে শীর্ষস্থানে থাকা চট্টগ্রাম আজ হেরে গেছে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে। আগের সাতটি ম্যাচের ৫টিতে হেরে ব্যাকফুটে থাকা কুমিল্লা আশার আলো দেখতে শুরু করেছে। আজ বিপিএলের ২৭তম ম্যাচে শেষ বলের উত্তেজনায় ৩ উইকেটে জয় পেয়েছে কুমিল্লা। শুরুতে চট্টগ্রাম ১৫৯ রান তুলেছিলো। রনি ও মুজিবের বীরত্বে শেষ বলে জিতেছে কুমিল্লা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টানটান উত্তেজনার মুহূর্ত উপহার দিয়েছে দু’দল। জয়ের জন্য শেষ ওভারে কুমিল্লার দরকার ছিলো ১৬ রান। প্রথম বলে ১ রান নেন মালান। আবু হায়দার রনি ৩টি বল খেলে ১১রান এনে দেন। আর শেষ বলে মুজিবুর রহমান ৪ মেরে দল জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে ৫১ বলে ৭৪ রান করে জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক ডেভিড মালান। হারের জন্য প্লাঙ্কেটকে দায়ী করবে চট্টগ্রাম। কেননা ৪ ওভারে ৪৬ রান দিয়েছেন। যার মধ্যে শেষ ওভারে দেন ১৬।

এর আগে টস হেরে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে চট্টগ্রাম। এদিন চট্টগ্রামের হয়ে রান করেন তিনজন। লেন্ডল সিমন্স, জুনায়েদ সিদ্দিকী ও জিয়াউর রহমান। সিমন্স ৩৪ বলে ৫৪, জুনায়েদ ৩৭ বলে ৪৫ ও জিয়া ২১ বলে ৩৪ রান করেন। কুমিল্লার হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন সৌম্য সরকার। ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রান খরচায় ২টি উইকেট নেন। এছাড়া সানজামুল, ডেভিড ভিসে ও আল আমিন একটি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়