সামিউল শাওন: ২০১৯ সালের বৈশ্বিক পাসপোর্ট র্যাংঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ এই তালিকার ৯৫তম অবস্থানে ছিলো। ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ওপর জরিপের ভিত্তিতে এ র্যাংকিং করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনা বিষয়ক সংস্থা হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্সের সাম্প্রতিক পাসপোর্ট ইনডেক্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।
কোনো দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তা নির্ভর করে ওই পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায় তার ওপর। ভিসা ছাড়া যাওয়া বলতে বোঝায় ‘অন এরাইভাল ভিসা। বিনা ভিসায় ভ্রমণ তালিকায় বাংলাদেশের সঙ্গে রয়েছে লেবানন, ইরান ও কসোভো। র্যাংঙ্কিংয়ে শীর্ষে আছে আরব আমিরাত। আরব আমিরাতের পাসপোর্ট দিয়ে ১৭৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। দ্বিতীয় স্থানে আছে জার্মানি, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ ও স্পেন। তাদের রয়েছে ১৭২টি দেশে ভ্রমণের সুযোগ। এ তালিকায় ভারত ৭১, শ্রীলঙ্কা ৮৪ ও পাকিস্তান ৯৪ নম্বরে রয়েছে। অন্যদিকে তালিকার শেষে ৯৮ নম্বরে রয়েছে আফগানিস্তান। সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও