শিরোনাম
◈ শেষ টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, কো‌নো প‌রিবর্তন নেই ◈ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ◈ হংকং সিক্সেস ক্রিকেট খেলবে বাংলাদেশ, অ‌ধিনায়ক আকবর ◈ ব‌্যাটাররা ভা‌লো ক‌রে‌নি ব‌লে বোলারদের ‘সরি’ বললেন লিটন দাস ◈ যমুনার ভাঙনে বিলীন হচ্ছে মন্নিয়ার চর: শতাধিক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ঝুঁকিতে ◈ রাতে বন্ধ থাকার পর সকাল থেকে স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল ◈ জলবায়ু পরিবর্তনে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি: এক বছরে বাংলাদেশের ক্ষতি ২৪ বিলিয়ন ডলার ◈ রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার ◈ পণ্যমূল্যে বড় পতন আসছে: ২০২৬ সালে ছয় বছরের সর্বনিম্নে নামবে দাম ◈ লরার ১৬৯ রানের রেকর্ড, ইংল‌্যান্ড‌কে হা‌রি‌য়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের ৫ রাজনৈতিক নেতা

ইয়াসিন আরাফাত : ভারত সরকার কর্তৃক জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চলতি বছরের আগস্ট মাসে তাদেরকে আটক করা হয়েছিলো। মুক্তি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন, ইশফাক জব্বর, গুলাম নবি ভাট, বশির মির, জহুর মির এবং ইয়াসির রেশিতবে। তবে এখনো আটক করে রাখা হয়েছে কাশ্মীরের বিশিষ্ট ৩ রাজনৈতিক নেতা ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, তার ছেলে ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির মেহবুবা মুফতিকে। এনডিটিভি

গত ৫ অগস্ট রাষ্ট্রপতির নির্দেশক্রমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এসময় রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর ফলে সরকারের বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত না হয়ে উঠে বা বিদ্রোহ না হয় তার জন্য সেখানে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। অপ্রত্যাশিত এই পদক্ষেপের আগে রাজ্যের বেশীরভাগ রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

নেতাদের মুক্তির ব্যাপারে সরকারের জম্মু ও কাশ্মীর বিষয়ক উপদেষ্টা ফারুক খান জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এখন স্বাভাবিক। তাই তাদেরকে মুক্তি দেয়া হয়েছে। এই নেতাদের আটক করার জন্যই জম্মু ও কাশ্মীরে কোনও রক্তপাত হয়নি। বাকি নেতাদের কবে মুক্তি দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র এখনও কোনও দিন ধার্য করেনি, তাদের উপযুক্ত সময়েই মুক্তি দেয়া হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়