শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের ৫ রাজনৈতিক নেতা

ইয়াসিন আরাফাত : ভারত সরকার কর্তৃক জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চলতি বছরের আগস্ট মাসে তাদেরকে আটক করা হয়েছিলো। মুক্তি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন, ইশফাক জব্বর, গুলাম নবি ভাট, বশির মির, জহুর মির এবং ইয়াসির রেশিতবে। তবে এখনো আটক করে রাখা হয়েছে কাশ্মীরের বিশিষ্ট ৩ রাজনৈতিক নেতা ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, তার ছেলে ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির মেহবুবা মুফতিকে। এনডিটিভি

গত ৫ অগস্ট রাষ্ট্রপতির নির্দেশক্রমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এসময় রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর ফলে সরকারের বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত না হয়ে উঠে বা বিদ্রোহ না হয় তার জন্য সেখানে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। অপ্রত্যাশিত এই পদক্ষেপের আগে রাজ্যের বেশীরভাগ রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

নেতাদের মুক্তির ব্যাপারে সরকারের জম্মু ও কাশ্মীর বিষয়ক উপদেষ্টা ফারুক খান জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এখন স্বাভাবিক। তাই তাদেরকে মুক্তি দেয়া হয়েছে। এই নেতাদের আটক করার জন্যই জম্মু ও কাশ্মীরে কোনও রক্তপাত হয়নি। বাকি নেতাদের কবে মুক্তি দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র এখনও কোনও দিন ধার্য করেনি, তাদের উপযুক্ত সময়েই মুক্তি দেয়া হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়