শিরোনাম
◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি ◈ নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল ◈ জানা গেল জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার ◈ বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ মাস পর মুক্তি পেলেন কাশ্মীরের ৫ রাজনৈতিক নেতা

ইয়াসিন আরাফাত : ভারত সরকার কর্তৃক জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে চলতি বছরের আগস্ট মাসে তাদেরকে আটক করা হয়েছিলো। মুক্তি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন, ইশফাক জব্বর, গুলাম নবি ভাট, বশির মির, জহুর মির এবং ইয়াসির রেশিতবে। তবে এখনো আটক করে রাখা হয়েছে কাশ্মীরের বিশিষ্ট ৩ রাজনৈতিক নেতা ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, তার ছেলে ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির মেহবুবা মুফতিকে। এনডিটিভি

গত ৫ অগস্ট রাষ্ট্রপতির নির্দেশক্রমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এসময় রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর ফলে সরকারের বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ ক্ষিপ্ত না হয়ে উঠে বা বিদ্রোহ না হয় তার জন্য সেখানে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। অপ্রত্যাশিত এই পদক্ষেপের আগে রাজ্যের বেশীরভাগ রাজনৈতিক নেতাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

নেতাদের মুক্তির ব্যাপারে সরকারের জম্মু ও কাশ্মীর বিষয়ক উপদেষ্টা ফারুক খান জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি এখন স্বাভাবিক। তাই তাদেরকে মুক্তি দেয়া হয়েছে। এই নেতাদের আটক করার জন্যই জম্মু ও কাশ্মীরে কোনও রক্তপাত হয়নি। বাকি নেতাদের কবে মুক্তি দেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র এখনও কোনও দিন ধার্য করেনি, তাদের উপযুক্ত সময়েই মুক্তি দেয়া হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়