শাহনাজ বেগম : পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠেছে হংকং। পরে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ এবং পিপার স্পে (মরিচরে গুড়া নিক্ষেপ) করে। আটক করা হয়েছে ১৫ জনকে। শিউংয়ের শুঁইয়ের উত্তরাঞ্চলের শপিং মল কেন্দ্রে এ ঘটনা ঘটে। সিএনএ
পুলিশ জানিয়েছে, মুখোশধারী বিক্ষোভকারীরা শপিং মলে ভেতরে ঢুকে হট্টগোল সৃষ্টি এবং দোকানে লোহার বস্তু নিক্ষেপ করে। তারা মল জুড়ে ছোটাছুটি করে। নিরাপত্তা অফিসাররা তাদের সেখান থেকে বাইরে বের করে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ লাঠিচার্জ ও পিপার স্প্রে করে। পুলিশ ১৫ জনকে আটক করেছে। তাদের মধ্যে ১৪ বছরের এক কিশোরি রয়েছে।
ক্রিসমাস সপ্তাহ শুরু থেকেই বিক্ষোভকারীরা হংকংয়ের শপিং মলগুলো টার্গেট করে বিক্ষোভের পরিকল্পনা করে। এদিনও শতাধিক বিক্ষোভকারী কালো পোশাক এবং মুখোশ পরে শেয়ুং শুই এলাকার শপিং মল অভিমুখে পদযাত্রা করে। চীনা ব্যবসায়ীদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা ‘দোকানগুলো বন্ধ হোক’, ‘চীনে ফিরে যাও’ শ্লোগান দেয়। চীনের শেনঝেন শহরের সীমান্তবর্তী এলাকা হচ্ছে শেয়ং শুই। সেখানে ব্যবসায়ীরা শুল্ক মুক্ত পণ্য হংকংয়ে নিয়ে আসে এবং সেগুলো চীনা মূল ভূখন্ডে বিক্রি করে। চীনের মূলভূখণ্ডে বন্দি প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাসে হংকংয়ে আন্দোলন শুরু হয়েছিলো। টানা আন্দোলনের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন অব্যাহত রয়েছে। সম্পাদনা: সিরাজুল ইসলাম