শিরোনাম
◈ আওয়ামী 'ভোটব্যাংক' দখলে দৃশ‌্যমান তৎপরতা জামায়াত, এনসিপি ও বিএনপির  ◈ অ‌নেক লড়াই ক‌রেও জিত‌তে পার‌লো না ম‌্যান‌চেস্টার সি‌টি নিউক্যাসলের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার বিএনপির ১০ নেতা যে সুখবর পেলেন দল থেকে! ◈ টেস্টে ভার‌তের নিম্নগামী পারফরম্যান্স! কোচ গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে ক্রিকেট বোর্ড ?  ◈ আবার আ‌র্জেন্টিনা -ব্রা‌জিল মু‌খোমু‌খি ◈ সেন্ট মার্টিনে ১ ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু, পর্যটকদের জন্য রাতযাপনের সুবিধা থাকবে ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রফিকের ঝড়ো ব্যাটিংয়ে শহীদ মুশতাক একাদশের জয়

নিজস্ব প্রতিবেদক : আজ মহান ১৬ই ডিসেম্বর। ১৬ কোটি বাঙলি জাতির মহান বিজয়ের দিন। ১৯৭১ স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন ক্রিকেটার শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও সংগঠক মুশতাক আহমেদ। প্রতি বছরের ন্যায় এবারও তাদের স্মরণে বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি দেশের সাবেক ক্রিকেটার’রা। মিরপুর শেরে ই বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে শহীদ জুয়েল একাদশ ১৬২ রান সংগ্রহ করে। জবাবে মোহাম্মদ রফিকের ৮১ ও মেহরাব হোসেন অপির অপরাজিত ৪৬ রানের ইনিংসে ৭ উইকেটের জয় পায় শহীদ মুশতাক একাদশ।

এই প্রীতি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা দু’দলে ভাগ হয়ে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়। আজ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

আগে ব্যাট করে স্কোরবোর্ডে ১৬২ রান জমা করে শহীদ জুয়েল একাদশ। জবাবে প্রথম ১০ ওভারেই শহীদ জুয়েল একাদশের রান এসে দাঁড়ায় ২ উইকেটে ১০৩ এ। শহীদ মুশতাকের অধিনায়ক মোহাম্মদ রফিক ৩৯ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিলো ৮টি চার ও ৫টি ছক্কার মার। এছাড়া মেহরাব হোসেন অপি ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।

৭ উইকেটের জয় শহীদ মুশতাক একাদশের। ম্যাচ সেরা হন শহীদ মুশতাক একাদশের অধিনায়ক মোহাম্মদ রফিক।

শহীদ জুয়েল একাদশ : নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার, মাহমুদুল হাসান রানা, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, এনামুল হক মনি, সজল চৌধুরি, খালেদ মাহমুদ সুজন, নাসির আহমেদ নাসু, এহসানুল হক সেজান, নিয়ামুর রশিদ রাহুল, মোহাম্মদ সেলিম ও হাসিবুল হোসেল শান্ত।

শহীদ মুশতাক একাদশ : মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ লিটন, আনোয়ার হোসেন, তারেক আজিজ খান, মুশফিকুর রহমান, মোরশেদ আলি খান, মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন মনির, শফিউদ্দিন আহমেদ বাবু, ফারুক আহমেদ, জাভেদ ওমর বেলিম গোল্লা, মোহাম্মদ আলি ও খালেদ মাসুদ পাইলট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়