শিরোনাম
◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন” ◈ ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার (ভিডিও) ◈ ট্যাক্স ছাড়া প্রবাসীরা কয়টি মোবাইল আনতে পারবেন, জানাল সরকার ◈ অগ্নিকাণ্ড পরবর্তী ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কাস্টমসের তৎপরতা: কুরিয়ার সার্ভিস নিয়ে ব্যবসায়ীদের চরম হতাশা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়লেন থিসারা পেরেরা

রাজু আলাউদ্দিন : বিপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুবার পাঁচ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়েছেন ঢাকা প্লাটুন অলরাউন্ডার থিসারা পেরেরা।

গতকাল শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে ৫ উইকেট নিয়ে এ রেকর্ডে নাম লেখান ডানহাতি পেসার।

এদিন একাই কুমিল্লার পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান পেরেরা। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হার্ডহিটার সাব্বির রহমান এবং দলটির আগের ম্যাচের জয়ের নায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে দেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে। যদিও তা করতে পারেননি এ লংকান পেসার।

এরপর নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি এবং সানজামুল ইসলামকে শিকার করেন পেরেরা। শেষ ২ উইকেটও পর পর ২ বলে নেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা থাকল তার। পরের ম্যাচে নিজের করা প্রথম বলেই কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন এ লংকান।

এরআগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৫ উইকেট নেন পেরেরা। ২০১৫ সালে রংপুর রাইডার্সের জার্সি গায়ে সেই ম্যাচে ২৬ রান দিয়ে ৫ উইকেট ঝুলিতে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়