শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৪ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়লেন থিসারা পেরেরা

রাজু আলাউদ্দিন : বিপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে দুবার পাঁচ উইকেট নেয়ার অনন্য রেকর্ড গড়েছেন ঢাকা প্লাটুন অলরাউন্ডার থিসারা পেরেরা।

গতকাল শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমে ব্যাট হাতে ১৭ বলে অপরাজিত ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। পরে বল হাতে ৫ উইকেট নিয়ে এ রেকর্ডে নাম লেখান ডানহাতি পেসার।

এদিন একাই কুমিল্লার পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান পেরেরা। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হার্ডহিটার সাব্বির রহমান এবং দলটির আগের ম্যাচের জয়ের নায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে দেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে। যদিও তা করতে পারেননি এ লংকান পেসার।

এরপর নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি এবং সানজামুল ইসলামকে শিকার করেন পেরেরা। শেষ ২ উইকেটও পর পর ২ বলে নেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা থাকল তার। পরের ম্যাচে নিজের করা প্রথম বলেই কোনো ব্যাটসম্যানকে আউট করতে পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন এ লংকান।

এরআগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৫ উইকেট নেন পেরেরা। ২০১৫ সালে রংপুর রাইডার্সের জার্সি গায়ে সেই ম্যাচে ২৬ রান দিয়ে ৫ উইকেট ঝুলিতে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়