শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৫ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেন বরিস জনসন

সাবিহা জামান : সরকার গঠনের জন্যে প্রয়োজনীয় ৩২৬টি আসনের চেয়ে বরিস জনসনের নেতৃত্বে কনসারভেটিভরা সর্বশেষ ৩৬৩ আসনে বিজয়ী হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পাবার পর বরিস জনসন বলেন, আগামী মাসে ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার ম্যান্ডেট দিয়েছে এই জয়। ১৯৮৭ সালে মার্গারেট থ্যাচারে নেতৃত্বে নির্বাচনের পর থেকে এটাই হচ্ছে কনসারভেটিভদের সবচেয়ে বড় জয়। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে লেবার পার্টি নির্বাচনে এতোটা খারাপ ফলাফল কখনো করেনি।

এখন পর্যন্ত ঘোষিত নির্বাচনের ৬৪৮ আসনের মধ্যে বরিস জনসনের নেতৃত্বে কনসারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৩ আসন এবং জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন। স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৮ আসন, লিবারেল ডেমোক্র্যাটস পেয়েছে ১১ আসন, ড্রেমোক্রেটিক ইউনিওনিস্ট পার্টি ৮ এবং অন্যান্য দল পেয়েছে ১৫ আসন।

একক সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩২৬টি আসন। কনসারভেটিভ পার্টি বিগত বারের চেয়ে ৪৭টি আসন বেশি পেয়েছেন। এবং লেবার পার্টি হারিয়েছে ৫৯ টি আসন। স্কটিশ ন্যাশনাল পার্টি ১৩টি আসন পেয়েছে।

ইতিমধ্যে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব না দেয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। লেবার পার্টি উত্তর মিডল্যান্ড এবং ওয়েলসে তাদের আসন হারিয়েছে।

এবারের যুক্তরাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

এ নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রূপা হক, রুশনারা আলী ও আফসানা বেগম। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়