ডেস্ক রিপোর্ট: মিয়ানমার মিলিটারী কর্তৃক রাখাইন রাজ্যে, রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন, নারী ধর্ষণসহ 'গণহত্যা' চালানো হয়। এই 'গণহত্যা'র অভিযোগ এনে- রিপাবলিক অফ দি গাম্বিয়া, মিয়ানমার সরকারের বিরুদ্ধে দ্য হেগ, আন্তর্জাতিক আদালতে 'মামলা' দায়ের করেছে। এই মামলার 'শোনানী' ১০, ১১ ও ১২ ডিসেম্বর চলেছে।
সংঘটিত ওই 'গণহত্যা'র বিচার ও শাস্তি এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে'র দাবিতে প্রবাসী বাংলাদেশীরা বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। শোনানী চলাকালীন গত তিন দিন সকাল ০৮:৩০ থেকে বিকেল ০৪:০০টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলেছে।
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে নেতৃত্ব দিচ্ছেন।
প্রচন্ড শীতের মধ্যে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা এই বিক্ষোভে অংশ নেন।