শিরোনাম
◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি ◈ ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৮ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষকরা যদি দিনে-রাতে কেবল ক্লাস নিতে থাকেন, তাহলে গবেষণা করবেন কখন?

 

কামরুল হাসান মামুন : অনেক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গেলাম। সাধারণত গরমকালে এই অনুষ্ঠান হয় বলে এইরকম গরম কাপড় পরে ওখানে যাওয়া যেন টর্চার সেলে যাওয়া। এইবার যাওয়ার অন্যতম কারণ হলো সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ী জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাকি তাজাকি। দ্বিতীয় কারণ হলো অনুষ্ঠানটি ডিসেম্বরে হওয়ায় গরম লাগেনি। মহামান্য রাষ্ট্রপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদের বক্তব্য শোনার পর মনে হয়েছে, এইবার সমাবর্তনে আসাটা স্বার্থক হয়েছে। না আসলে বরং পস্তাতে হতো। রাষ্ট্রপতি কয়েকটি তেতো কথা বলেছেন, যা উপস্থিত অনেককেই হয়তো আহত করেছে। কিন্তু কথাগুলো যৌক্তিক এবং সময়োযোগী। প্রথমত যেই কথাটি তিনি অত্যন্ত শক্তভাবে বলেছেন, সেটি হলো বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন প্রোগ্রাম নিয়ে।

তিনি বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়টি এখন যেন দিনে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাতে বেসরকারি। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, এটি চলতে পারে না। একই বিশ্ববিদ্যালয়ে দুই ধরনের ছাত্রছাত্রী থাকতে পারে না। সত্যিই তাই। শিক্ষকরা যদি দিনে-রাতে কেবল ক্লাস নিতে থাকেন, তাহলে গবেষণা করবেন কখন? তিনি স্পষ্ট করে বলেছেন, শিক্ষকদের মনযোগ এখন টাকা কামানোর দিকে যেটা কাম্য নয়। বিসন্সে ফ্যাকাল্টি বিসনেসের নামে শুধু এই বিশ্ববিদ্যালয় না সকল বিশ্ববিদ্যালয়কেই ডুবিয়েছে। তারা এবং তাদের ফ্যাকাল্টি হয়তো রিষ্টপুষ্ট হয়েছে, কিন্তু একইসঙ্গে তারা বৈষম্যও সৃষ্টি করেছে। দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোকপাত করেছেন, সেটি হলো ডাকসু নির্বাচন নিয়ে। তিনি বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা শুনেছেন, যা উনার ভালো লাগেনি। অনেক বছর পর নির্বাচন হয়েছে ভালো কথা কিন্তু এইরকম নির্বাচন কাম্য নয়।

তিনি বলেছেন, ভবিষ্যতে যেন ভালো নির্বাচন হয়। তিনি আরও বলেছেন, ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের সম্মন্ধে নানা কথা তিনি শুনেন, যা তার কাছে ভালো লাগে না। নির্বাচিত সংসদ ছাত্রদের ভালোমন্দ নিয়ে কিছু করে না, এটাও তার কাছে ভালো লাগে না। এছাড়া তিনি কারও নাম বা প্রতিষ্ঠানের নাম না উল্লেখ করে বলেছেন, অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মন্ধে নানাকথা শুনেন যা কাম্য নয় এবং ভালো লাগে না। উপাচার্যরা প্রতিষ্ঠানের নেতা। তাদের কাজ গবেষণা ও শিক্ষা কাজকে এগিয়ে নেয়ার চেষ্টা করা কিন্তু অনেকেই সেটা করে না। এতো তার ভালো লাগে না। ৯ ডিসেম্বরের অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার স্বভাবসুলভ হাস্যরসাত্বক বক্তব্য রাখেননি। তার প্রতিটি কথাই ছিলো তাৎপর্যপূর্ণ। আশা করি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার মেসেজ সিরিয়াসলি নেবেন এবং তদনুসারে পদক্ষেপ নেবেন, যেন আগামী সমাবর্তনেও রাষ্ট্রপতিকে একই কথা বলতে না হয়। এগুলো করলে বিশ্ববিদ্যালয়ের মানসম্মান অবশ্যই বাড়বে বলে আমি মনে করি। এতোটা স্পষ্ট করে এর আগে কেউ এতো তেতো কথা বলেননি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়