শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্ত্যক্তকারীকে টেনে-হিঁচড়ে পুলিশে দিলো তরুণী

বাংলাদেশ জার্নাল : এক তরুণী তার বাবাকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। হাসপাতালে চিকিৎসার জন্য আসা এক যুবক ওই তরুণীকে যৌন হেনস্থা করেন। উত্ত্যক্তকারীকে হাতেনাতে পাকড়াও করে টানতে টানতে এনে পুলিশের হাতে তুলে দেন তরুণী।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের এসএসকেএম হাসপাতালে। পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানায়, এ দিন সকাল এগারোটা নাগাদ বছর তেইশের এক তরুণী এক যুবককে হাত ধরে টানতে টানতে নিয়ে আসেন এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে পুলিশ বক্সে। পুলিশ কর্মকর্তাদের জানান ওই যুবক তাকে যৌন হেনস্থা করেছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, তার বাবার মস্তিষ্কে রক্ত জমে রয়েছে। সেই চিকিৎসার জন্যই তিনি বাবাকে আউটডোরে দেখাতে এনেছিলেন। আউটডোরে রোগীদের লাইনে বাবাকে দাঁড় করিয়ে তিনি পাশে একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময়ে এক যুবক পিছন থেকে এসে তার গায়ে হাত দিয়ে যৌন হেনস্থা করেন।

সঙ্গে সঙ্গে তিনি ওই যুবকের হাত ধরে ফেলেন এবং আশপাশের লোকজনের সাহায্যে তাকে পুলিশের কাছে নিয়ে যান। অভিযুক্তকে আটক করে ভবানীপুর থানায় নিয়ে যায় পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের নাম ফারুক আলি। তিনি মালদহের চাঁচলের বাসিন্দা। এসএসকেএম হাসপাতালে এসেছিলেন মাথার ব্যথার চিকিৎসা করাতে। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করেছে।

তবে তদন্তকারীদের একাংশের দাবি, ওই অভিযুক্ত মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়