শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৩:২৫ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান এফ-১৬ যুদ্ধবিমানের অপব্যবহার করেছে বলে তিরস্কার করলো যুক্তরাষ্ট্র

সাইফুর রহমান : এবছরের শুরুর দিকে জম্মু-কাশ্মীরে পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে ভারতীয় বিমান বাহিনী। এই ঘটনার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানকে এক চিঠি লিখে তিরস্কার করেন বলে আগস্টে ওয়াশিংটনের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিপ মার্শাল মুজাহিদ আনোয়ার খানকে আগস্টে এই চিঠি লিখেন যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ এবং সুরক্ষা বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু থম্পসন। চিঠিতে ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতের এয়ারস্ট্রাইকের বিষয়ে কিছু স্পষ্ট উল্লেখ করা না হলেও পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান অপব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা বলা হয়েছে বলে জানায় মার্কিন গণমাধ্যম। যুদ্ধবিমানটি রাষ্ট্রীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা হয়েছে স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এর ব্যবহারের বিষয়ে চুক্তির সুনির্দিষ্ট শর্ত মানা হয় নি বলেও চিঠিতে অভিযোগ জানানো হয়। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান ভিত্তিক জঙ্গিদল জইশ-ই-মোহাম্মদের একজন আত্মঘাতি বোমারু জম্মু-কাশ্মীরের নিরাপত্তা চৌকিতে হামলা চালালে ৪০জন ভারতীয় সৈন্য নিহত হয়। এর জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে একটি জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত। এর পরদিনই পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে। আকাশপথে বিমানের মহড়ার এক পর্যায়ে ভারতীয় বিমান বাহিনী মিগ-২১ যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তানের একটি এফ-১৬ ভূপাতিত করে। পরবর্তীতে ভারত যুক্তরাষ্ট্রের কাছে এই মর্মে অভিযোগ জানায় যে, পাকিস্তান তাদের কাছ থেকে পাওয়া এফ-১৬ ব্যবহারের শর্ত ভঙ্গ করছে। ২৮ ফেব্রুয়ারি এফ-১৬ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের অংশ বিশেষও প্রমান হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে পাঠায় ভারত। এর যাচ্ছেতাই ব্যবহারে প্রযুক্তি তৃতীয় পক্ষের হাতে চলে যেতে পারে বলেও পাকিস্তানকে সতর্ক করেন থম্পসন। তবে এই চিঠির বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিংবা পাকিস্তান দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়