শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১শ’ বছর পর ডিসেম্বর মাসে সাধারণ নির্বাচন, যুক্তরাজ্যে ভোট গ্রহণ শুরু

শাহনাজ বেগম : পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে দেশটির তৃতীয় সাধারণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হচ্ছে। স্থানীয় সময় ভোর ৭টায় ভোট শুরু হয়ে তা একটানা ১৩ ঘণ্টা অর্থাৎ সন্ধ্যা ১০টা পর্যন্ত চলবে। এর পরই ভোট গণনা শুরু হবে। ১৯২৩ সালের পর প্রথমবারের মতো ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৫ ও ২০১৭ সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও দুই বারই নির্বাচিত পার্লামেন্ট পূর্ণ মেয়াদ পার করতে পারেনি। ইংল্যান্ড, ওয়ালেস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে প্রায় ৬৫০টি সংসদীয় আসনে কেন্দ্রগুলোতে একযোগে ভোট গ্রহণ শুরু হচ্ছে। শুক্রবার সকালে প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। বিবিসি

প্রত্যেকটি আসনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই নির্বাচিত হবেন। এভাবে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০ জন এমপিকে বেছে নেয়া হবে। ঐতিহ্যগতভাবে যুক্তরাজ্যে প্রতি চার অথবা পাঁচ বছর পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭৪ সালের পর এই প্রথম শীতকালে এবং ১৮ বছর বা এর বেশি বয়সী ভোট দেয়ার জন্য নথিভুক্ত ব্যক্তিরা ভোট দিতে পারবেন। একজন ভোটার যে কোনো একজন প্রার্থীকে ভোট দিতে পারবেন, অন্যথায় তার ভোট গণনায় ধরা হবে না। এবারের নির্বাচনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন রক্ষণশীল দল সবচেয়ে বেশি আসন পাবে বলে ভোটপূর্ব জরিপের ফলাফলগুলোতে বলা হয়েছে। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়