মুস্তাফিজুর রহমান : কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর থেকে সকাল এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়। এছাড়া গতকাল ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। চিকিৎসাধিন
নিহতরা হলেন, ইমরান(১৮),রায়হান(১৬),সালাউদ্দিন(৪৫), খালেক(৩৫),সুজন(১৯), জিনারুল(৩২) ইসলাম, আলম(৩৫), স্পটে মারা গিয়েছিল জাকির হোসেন, জাহাঙ্গির(৫৫) ও ফয়সাল(২৯)।
২৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
উদ্ধারকারীরা জানান, আগুনে দগ্ধ হয়ে ২৮ জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।এদের মধ্যে বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধের সংখ্যা আরও বাড়তে পারে।