শিরোনাম
◈ মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত ◈ গাজায় বোমা হামলা, চার ইসরায়েলি সেনা নিহত ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৯ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বায়ুদূষণে এমনিতেই আয়ু কমছে, ফাঁসি দিয়ে লাভ কী’ : আদালতে আসামির যুক্তি

মুসফিরাহ হাবীব : ভারতের আলোচিত নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার আসামি অক্ষয় কুমার এবার মৃত্যুদণ্ড এড়াতে দিল্লির বায়ুদূষণকে কাঠগড়ায় তুলেছেন। ক্ষমাভিক্ষা নয়, নতুন করে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন অক্ষয়।

তার যুক্তি, দিল্লির দূষণে তো এমনিতেই তার আয়ু কমছে। তা-হলে ফাঁসি দিয়ে লাভ কী! তাই তার ফাঁসির সাজা রদ করা হোক। রিভিউ পিটিশনে এমন অবাক করা বক্তব্যে হতবাক হয়েছেন আদালতের আইনজীবীরা।

২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে গণধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় চলন্ত বাস থেকে দিল্লির সড়কে ছুড়ে ফেলা হয়েছিলো কিশোরী নির্ভয়াকে। এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি অক্ষয়সহ মোট ৪ জনকে ফাঁসি দেয়ার জন্য কাজ চলছে বিহারের বক্সার ও নয়াদিল্লির তিহাড় কারাগারে।

আনন্দবাজার পত্রিকা জানায়, ফাঁসির দড়ি পাকানো চলছে বক্সার জেলে। শেষ প্রস্তুতিতে তিহাড় জেলেও হয়েছে ‘ডামি’ মহড়া। এখন শুধু নির্দেশের অপেক্ষা। ওদিকে, ১৪ ডিসেম্বরের মধ্যে বক্সার জেলের ১০টি নতুন ফাঁসির দড়ি ডেলিভারি করার কথা। যদিও কোথায়, জানাতে পারেনি জেল কর্তৃপক্ষ। তিহাড়ও কিছু বলেনি। তবু ভারতজুড়ে জল্পনা, নির্ভয়া মামলার ৪ আসামিকে ফাঁসিতে ঝোলাতে কাজ করছে দুই কারাগার।

এর মধ্যেই সাজা মওকুফের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। তার আইনজীবীর দাবি, ঘটনার দিন তার মক্কেল দিল্লিতেই ছিলো না। আদালত চাইলে তার সাক্ষ্যপ্রমাণ দিতেও তিনি তৈরি। তবে অনেকেই মনে করছেন, এতে আদৌ কোনো লাভ হবে না। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়