শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযুদ্ধের ইতিহাস ও লাল সবুজের পতাকা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

রাজু চৌধুরী, চট্টগ্রাম : শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা হয়তো একদিন থাকবেন না কিন্তু বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও লাল সবুজের পতাকা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি পূর্বেও ছিল, এখনও আছে। তারা জাতির জনক ও জাতীয় চার নেতাকে হত্যাকরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভূলুন্ঠিত করেছে। শিক্ষা উপমন্ত্রী মঙ্গলবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙ্গালির অহংকার বিজয় শিখা প্রজ্বলন অনুষ্ঠানের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সিকান্দর চৌধুরী, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, কো-চেয়ারম্যান এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, জাহাঙ্গীর চৌধুরী, মহিউদ্দিন রাসেল উপস্থিত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রামকে বলা হয় আন্দোলন-সংগ্রামের সুতিকাগার। বাংলাদেশের কোন এলাকায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা হয়নি। চট্টগ্রাম থেকেই শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ মেলায় মুক্তিযুদ্ধের স্বৃতিচারণ করে মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে ধ্বংস করার শিক্ষা দিয়ে থাকেন। তিনি আরো বলেন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্বপ্নগাঁথা বিজয় মেলা পরিষদ ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ মেলা অন্যান্য মেলার মত আনন্দের নয়। এ মেলার সাথে জড়িত কাহারও মা, বাবা ও ভাই হারানোর ইতিহাস। আগামী প্রজন্মকে এ ইতিহাসকে ধারণ ও লালন করে দেশের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেন উপমন্ত্রী।
এ সময় পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারের দাবি জানান উপস্থিত মুক্তিযোদ্ধারা।
পরে উপমন্ত্রী মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ওয়েব সাইড উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়