শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন দুটি ড্রিমলাইনার ঢাকা আসবে ২০ ও ২৪ ডিসেম্বর

লাইজুল ইসলাম: ড্রিমলাইনার ৭৮৭-৯ ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দুটি আলাদা দল যাচ্ছে যুক্তরাষ্ট্রের সিয়াটলে।একটি দল ১৭ ডিসেম্বর ও আরেকটি দল ২০ ডিসেম্বর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটলের উদ্দেশ্যে রওনা দিবে বলে জানিয়েছে সংশ্লীষ্ট সূত্র।

সূত্র আরো জানায়, এই বহর দুটিতে ২২ জন করে দুটি আলাদা দল যাবে। এই ২২ জনের দলে ১৮ জন যাবে প্রকৌশলী, পাইলট ও কেবিন ক্র। তাদের সঙ্গে অর্থ, বিমান ও আইন মন্ত্রণালয়ের মোট চারজন কর্মকর্তা যোগ হবে।

কোন বিমানটি আগে দেশে এসে পৌছবে সেই বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে না পারলেও জানাগেছে, ২০ তারিখে একটি ও ২৪ তারিখে আরেকটি বিমান দেশে এসে পৌছবে। এই দুটি বিমানও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে।

বিমান সূত্রে জানা গেছে, এটি যান্ত্রিক পরিবহন হওয়ার কারনে প্রকৌশলী ছাড়া অন্য কেউ নতুন উড়োজাহাজের খুঁটিনাটি সবকিছু বুঝে আনতে পারবে না। কারিগরি সবকিছু বুঝে আনতে কারিগরি দল যেতেই হবে। তাই একটি টেকনিক্যাল টিম সিয়াটলে যাচ্ছেন। এর সঙ্গে আর্থনৈতিক বিষয় দেখতে অর্থ মন্ত্রণালয়, আইনগত বিষয়টি দেখতে আইন মন্ত্রণালয় ও অন্যান্য প্রশাসনিক বিষয় দেখতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মোট ৪ জন তাদের এই বহরের সঙ্গে যুক্ত হচ্ছে।

গত সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ চতুর্থ ড্রিমলাইনার ৭৮৭-৮ ‘রাজহংস’ উদ্বোধনের পর আরো দুটি উড়োজাহাজ বিমান বহরে যোগ হচ্ছে বলে আলোচনা শুরু হয়। দরদাম ঠিক হওয়ার পর উড়োজাহাজ দুটি নামকরণের কার্যক্রম চলে। প্রায় ৪০টি নামের একটি তালিকা করা হয়। বিমান সূত্রে জানা গেছে, দুটি নাম পছন্দ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটির নাম ‘সোনার তরী’, অন্যটি ‘অচিন পাখি’।

জান গেছে, প্রতিটি ৭৮৭-৯ ড্রিমলাইনার বর্তমান বাজারমূল্যের অর্ধেক দামে, অর্থাৎ ১৫০ মিলিয়ন মার্কিন ডলারের কমে কেনা হয়েছে। ডিসেম্বরেই এই দুটি উড়োজাহাজ বিমানবহরে চলে আসবে।

বিমানবহরে বর্তমানে উড়োজাহাজ রয়েছে ১৬টি। এগুলোর মধ্যে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১০। বাকি ৬টি লিজে আনা। নিজস্ব ১০টি উড়োজাহাজের সবই বোয়িং কোম্পানি থেকে কেনা। এর মধ্যে চারটি ড্রিমলাইনার ৭৮৭-৮, চারটি ৭৭৭-৩০০ ইআর ও দুটি ৭৩৭-৮০০।
নতুন দুটি ৭৮৭-৯ উড়োজাহাজ নিয়ে বিমানের উড়োজাহাজ হবে ১৮টি। আগামী বছর কানাডা থেকে কেনা তিনটি ড্যাশ-৮ দেশে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়