শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:০৩ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি সংস্কৃতির উপস্থাপন কম হয়েছে, বিসিবি সভাপতির স্বীকার

শিউলী আক্তার : জমকালো আয়োজনে রোববার রাতে পর্দা উঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন ঘোষণা করেন। এরপরেই শুরু হয় বিদেশি তারকাদের পারফরমেন্স। পড়ন্ত বিকালে শুরু হয়ে রাত এগারোটার দিকে শেষ হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি শিল্পীদের গুরুত্বই ছিলো বেশি। এতে দেশি সংস্কৃতির উপস্থাপন তুলনামূলক কম হয়ে গেছে। তা স্বীকারও করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, অবশ্যই দেশি সংস্কৃতির উপস্থাপন বাড়ানো যেতো। আসলে আরও অনেক শিল্পী ছিলেন। দুঃখজনকভাবে সময় কুলাতে পারিনি। আপনারা দেখেছেন দর্শকদের মাঠে ঢুকতেই অনেক সময় লেগে গেছে। রাত এগারোটার বেশি সময় নেয়া উচিৎ হতো না।’

উদ্বোধন ঘোষণা করার পর প্রধানমন্ত্রী পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। এতে বেশ খুশি বোর্ড সভাপতি। তিনি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে এখানে বসে অনুষ্ঠান দেখেছেন, উপভোগ করেছেন- এটাই সবচেয়ে বড় কথা।’
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন অনুষ্ঠানে পারফর্ম করতে আসা বলিউডের দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাদের আলাপচারিতার বিষয়ে পাপন বলেন, ‘সালমান বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন- যেহেতু এটা বঙ্গবন্ধু বিপিএল। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও বলেছেন। সত্যিই ভালো লেগেছে। কারণ তিনি এরকম বলবেন তা আমাদের পরিকল্পনায় ছিলো না। উনারা নিজের থেকেই বলেছেন।’ সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়