শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:০৩ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দেশি সংস্কৃতির উপস্থাপন কম হয়েছে, বিসিবি সভাপতির স্বীকার

শিউলী আক্তার : জমকালো আয়োজনে রোববার রাতে পর্দা উঠেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন ঘোষণা করেন। এরপরেই শুরু হয় বিদেশি তারকাদের পারফরমেন্স। পড়ন্ত বিকালে শুরু হয়ে রাত এগারোটার দিকে শেষ হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি শিল্পীদের গুরুত্বই ছিলো বেশি। এতে দেশি সংস্কৃতির উপস্থাপন তুলনামূলক কম হয়ে গেছে। তা স্বীকারও করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, অবশ্যই দেশি সংস্কৃতির উপস্থাপন বাড়ানো যেতো। আসলে আরও অনেক শিল্পী ছিলেন। দুঃখজনকভাবে সময় কুলাতে পারিনি। আপনারা দেখেছেন দর্শকদের মাঠে ঢুকতেই অনেক সময় লেগে গেছে। রাত এগারোটার বেশি সময় নেয়া উচিৎ হতো না।’

উদ্বোধন ঘোষণা করার পর প্রধানমন্ত্রী পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। এতে বেশ খুশি বোর্ড সভাপতি। তিনি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে এখানে বসে অনুষ্ঠান দেখেছেন, উপভোগ করেছেন- এটাই সবচেয়ে বড় কথা।’
প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন অনুষ্ঠানে পারফর্ম করতে আসা বলিউডের দুই তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তাদের আলাপচারিতার বিষয়ে পাপন বলেন, ‘সালমান বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন- যেহেতু এটা বঙ্গবন্ধু বিপিএল। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও বলেছেন। সত্যিই ভালো লেগেছে। কারণ তিনি এরকম বলবেন তা আমাদের পরিকল্পনায় ছিলো না। উনারা নিজের থেকেই বলেছেন।’ সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়