সাইফুর রহমান : সার্ক দিন দিন উন্নতি করছে মন্তব্য করে একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৫তম সার্ক সনদ দিবসের এক বার্তায় তিনি বলেন, সার্ক উন্নতি করছে কিন্তু বৃহৎ পরিসরে সংস্থাটির আরো কিছু কর্তব্য রয়েছে। দক্ষিণ এশিয়ার উন্নয়নে সন্ত্রাসবাদই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রতিটি দেশকে সমানভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তৎপর থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, সার্ককে একটি শক্তিশালী সংগঠনে রুপ দিতে সদস্য দেশগুলোর আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতার লক্ষে সার্ক প্রতিষ্ঠিত হয়েছে। এই অঞ্চলের দেশগুলোতে উন্নয়ন অগ্রগতির ছোঁয়া সমানভাবে পৌঁছে দিতে দিল্লির সমর্থন সব সময় অব্যাহত থাকবে।
ইয়ন, ডিএনএইন্ডিয়া
২০১৬ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা থাকলেও জম্মু-কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলার পর ভারতসহ বাংলাদেশ, ভূটান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ওই সম্মেলন বয়কট করে। বিশ্বের মোট আয়তনের মাত্র তিন ভাগ নিয়ে ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হলেও বিশ্বের মোট জনসংখ্যার ২১ ভাগ বসবাস করে এই অঞ্চলে। ২০১৬ সালের সম্মেলন বয়কটের পর মোদী এই অঞ্চলে ভারতের পলিসি নির্ধারণের ক্ষেত্রে বিমসটেক গ্রুপিংয়ের দিকেই বেশি মনোযোগী হয়েছেন। এই লক্ষে দ্বিতীয় নির্বাচনে ক্ষমতায় আসার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভূক্ত দেশগুলোর নেতাদের বেশ গুরুত্ব দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল