সাইফুর রহমান : শনিবার মধ্যপ্রদেশের বায়াওড়ার বিধায়ক গোবর্ধন ডাঙ্গি তাকে এই হুমকি দেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। প্রজ্ঞা এই ঘটনায় মামলা দায়ের করতে শনিবার রাতে প্রদেশটির রাজধানীর কমলা নেহেরু থানায় এসেছিলেন বলে জানিয়েছেন এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
মধ্য প্রদেশের বায়াওড়ার কংগ্রেস বিধায়ক গোবর্ধন ডাঙ্গি প্রজ্ঞা ঠাকুরকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা কেবল তার কুশপুত্তলিকাই দাহ করব না, প্রজ্ঞা যদি এখানে আসেন তবে আমরা তাকেও পুড়িয়ে ফেলব।’ এমন ভয়ঙ্কর হুমকি দেওয়ার জন্য অবশ্য ক্ষমাও চেয়েছেন কংগ্রেসের এই বিধায়ক। এই বিষয়ে কোনো মামলা দায়ের করা হচ্ছে কিনা জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সাহু বলেন, আপাতত এবিষয়ে আমরা প্রজ্ঞাজির সঙ্গে আলোচনা করছি। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল