শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ১ কোটি টাকার সুতা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা

মনজুর এ অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ১০ টন সুতা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কাস্টম বন্ড কমিশনার। রোববার দুপুরে টানবাজারের বিসমি ইয়ার্ন ট্রেডিংয়ের সত্তাধিকারি হাজী বিল্লাল হোসেনের গোডাউনে অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

কাস্টম ও বন্ড কমিশনার ঢাকা কার্যালয়ের উপ-কমিশনার রেজভি আহমেদ জানান, গাজীপুরের জেলার টঙ্গী উপজেলার ভাদাম এলাকায় অবস্থিত সুপ্রভো কম্পোজিট নীট কারখানায় সুতা বা কাপড় তৈরির জন্য শুল্ক মুক্ত সুবিধায় এসব সুতা আনা হয়েছে। এসব সুতা দিয়ে কাপড় তৈরি করে বিদেশ রপ্তানী করার কথা।কিন্তু সুপ্রভো কম্পোজিট নীট কারখানা বন্ড চুক্তি ভঙ্গ করে অবৈধ ভাবে নারায়ণগঞ্জে বিসমি ইয়ান ট্রেডিংয়ের কাছে এসব সুতা খোলা বাজারে বিক্রি করে দিয়েছে। যা বন্ডের আইন অনুযায়ী সম্পুন্ন অবৈধ ও চোরাচালানের সামিল।

তিনি বলেন, এসব সুতা জব্দ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।পরবর্তীতে তদন্ত করে আরো কি পরিমান সুতা তারা খোলাবাজারে বিক্রি করেছে তা যাচাই বাছাই করে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, আমাদের কাছে র্দীঘ দিন ধরে অভিযোগ আসছিলো কিছু অসাধু ব্যবসায়ী শুল্কমুক্ত সুবিধায় কাচাঁমাল হিসেবে সুতা আমদানী করে তা খোলা বাজারে বিক্রি করে দিয়ে দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্থ করে আসছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে কাস্টম ও বন্ড ঢাকা কার্য়লয় গোয়েন্দ তথ্যের ভিত্তিতে এ গোডাইনে অভিযান চালানো হয়। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়