শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ১ কোটি টাকার সুতা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা

মনজুর এ অনিক, নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ১০ টন সুতা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কাস্টম বন্ড কমিশনার। রোববার দুপুরে টানবাজারের বিসমি ইয়ার্ন ট্রেডিংয়ের সত্তাধিকারি হাজী বিল্লাল হোসেনের গোডাউনে অভিযান চালিয়ে এসব সুতা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

কাস্টম ও বন্ড কমিশনার ঢাকা কার্যালয়ের উপ-কমিশনার রেজভি আহমেদ জানান, গাজীপুরের জেলার টঙ্গী উপজেলার ভাদাম এলাকায় অবস্থিত সুপ্রভো কম্পোজিট নীট কারখানায় সুতা বা কাপড় তৈরির জন্য শুল্ক মুক্ত সুবিধায় এসব সুতা আনা হয়েছে। এসব সুতা দিয়ে কাপড় তৈরি করে বিদেশ রপ্তানী করার কথা।কিন্তু সুপ্রভো কম্পোজিট নীট কারখানা বন্ড চুক্তি ভঙ্গ করে অবৈধ ভাবে নারায়ণগঞ্জে বিসমি ইয়ান ট্রেডিংয়ের কাছে এসব সুতা খোলা বাজারে বিক্রি করে দিয়েছে। যা বন্ডের আইন অনুযায়ী সম্পুন্ন অবৈধ ও চোরাচালানের সামিল।

তিনি বলেন, এসব সুতা জব্দ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।পরবর্তীতে তদন্ত করে আরো কি পরিমান সুতা তারা খোলাবাজারে বিক্রি করেছে তা যাচাই বাছাই করে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, আমাদের কাছে র্দীঘ দিন ধরে অভিযোগ আসছিলো কিছু অসাধু ব্যবসায়ী শুল্কমুক্ত সুবিধায় কাচাঁমাল হিসেবে সুতা আমদানী করে তা খোলা বাজারে বিক্রি করে দিয়ে দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্থ করে আসছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে কাস্টম ও বন্ড ঢাকা কার্য়লয় গোয়েন্দ তথ্যের ভিত্তিতে এ গোডাইনে অভিযান চালানো হয়। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়