স্বপন দেব, মৌলভীবাজার : বিয়ের প্রলোভন দেখিয়ে অবিবাহিত শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে পালিয়ে বেড়ানো দুলাভাইকে শেষ পর্যন্ত ফিল্মি স্টাইলে রাজধানী ঢাকা থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মৌলভীবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আটককৃত আবুল কাশেম ওরফে কাজিম শ্যালিকাকে ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ বুধবার তাকে রাজধানীর মিরপুর এলাকার এক কোটিপতির বাসা থেকে আটক করে। ওই বাসাতে সে গেইট কিপার হিসেবে কাজ করছিলো বলে পুলিশ জানায়। জানা গেছে, ইতোমধ্যে ধর্ষণের শিকার পিংকি (ছদ্মনাম) কন্যা সন্তানের মা হয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রবাস ফেরত আবুল কাশেম ওরফে কাজিম ২ সন্তানের জনক। গত জানুয়ারি মাসে তার অবিবাহিত শ্যালিকাকে বিবাহের প্রলোভনে কৌশলে ধর্ষণ করে সে। একাধিকবার ধর্ষণের ফলে শ্যালিকা গর্ভবতী হয়ে যায়। বিবাহের চাপ দিলে প্রথমে টালবাহানা ও পরে স্থানীয় পর্যায়ে সালিশের আয়োজন পর্যন্ত করা হয়। পরে কৌশলে ধর্ষক গা ঢাকা দেয়।
তিনি আরো জানান, পরবর্তীতে ঢাকাস্থ মিরপুরের কোটিপতি জনৈক কুদ্দুছ তালুকদারের বাসায় গেইট কিপার হিসাবে কাজ নিয়ে অভিনয় শুরু করে আসামি কাশেম। ধর্ষণের অভিযোগে ভিকটিমের বাবা বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় মামলা ( নং- ১/১০/ ১৯) দায়ের করেন।
গত ৪ ডিসেম্বর মামলার তদন্তকারী অফিসার এসআই আবু ছায়েম, মির্জা মাহমুদুল করিম নাটকীয় কায়দায় অভিনয়কারী অভিযুক্ত কাশেমকে পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। সম্পাদনা: জেরিন মাশফিক