শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ২৬ দেশের কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন ১০ ডিসেম্বর

নিউজ ডেস্ক : ইসলামি ব্যাংকিং সেবা চালু আছে এমন দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের সংগঠন ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) দুদিনব্যাপী সম্মেলন আগামী ১০ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে। সংগঠনের কাউন্সিলের সদস্য ২৬টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর গভর্নর বা তার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সম্মেলনের আয়োজক বাংলাদেশ ব্যাংক। আমাদের সময়

কাউন্সিল সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার দুপুরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেটের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এর পর শুরু ইসলামিক ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফোরামের বৈঠক। পরদিন বুধবার মূল কাউন্সিল সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হবে।

সম্মেলনে আইএফএসবির চেয়ারম্যান ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পেরী ওয়ারজিও এবং ডেপুটি চেয়ারম্যান মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর শেখ আব্দুল রাশেদ বিন আব্দুল গফুর উপস্থিত থাকবেন।

কাউন্সিলের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংক, ব্যাংক নিগারা মালয়েশিয়া, সেন্ট্রাল ব্যাংক অব বাহরাইন, মিশর, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, তুরস্ক, সুদান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, লিবিয়া, সৌদি আরব, জর্ডান, মৌরিতানিয়া, নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক।

মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এই সংস্থাটি ২০০৩ সালে গঠিত হয়। গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে শরিয়াহভিত্তিক মানদ- প্রণয়ন করেছে সংগঠনটি। আইএফএসবির মোট সদস্য ১৭৯। এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্য আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ৭৮টি, আন্তঃদেশীয় ৮টি সংস্থা, ৯৩টি ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ, ফার্ম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়