মেজর (অব.) আখতারুজ্জামান : সরকার খুব স্পষ্ট বলে দিয়েছে যে এই সরকারের আমলে দেশমাতা খালেদা জিয়ার জামিন হবে না। তারপরও বিএনপির যেসব নেতা দেশমাতার জামিন আদালত দেবে বলে জনগণের সঙ্গে প্রতারণা করছেন তাদের দলছাড়া করা উচিত বলে জনগণ মনে করে। ওইসব নেতারা তাদের পদ-পদবি ধরে রাখার জন্য কিছুদিন পর পর জামিন আবেদনের নাটক বানায় এবং নেত্রীকে বুঝ দেয়ার ভাঁওতাবাজি করে।
এভাবে তারা আগামী চারটি বছরও নষ্ট করে নির্বাচনের স্বপ্ন দেখে। তাদের আরও বিশ্বাস হয়তো তাদের চার বছরের অপেক্ষা নাও করতে হতে পারে। কারণ আগামী চার বছরের মধ্যে দেশমাতা জেলখানায় মারা গেলে নাকি সারাদেশ প্রচ- বিস্ফোরণে ফেটে পড়ে সরকারকে ক্ষমতাচ্যুত করবে। কি মজা হবে তাই না। খালেদা জিয়াও মরলো, সরকারও পালাবে, বিএনপির সিনিয়র নেতারাও পালাবে থাকবে শুধু। সব ক্লিয়ার। কি মজা। ক্ষমতা তখন একচ্ছত্রভাবে আমাদের। নির্বাচিত মন্তব্য : আবদুল ওয়াহেদ নয়ন হায়রে বিএনপির সিনিয়র নেতারা আপনারা জেনেশুনে হাতে ধরে একজন মহামানব দেশপ্রেমী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নিজ বাসায় আরামে ঘুমাচ্ছেন। আল্লাহ আপনাদের ক্ষমা করবে না। এর শাস্তি ভোগ করতে হবে। কেএইচ হারুনসরকারের তালবাহানাতে সাধারণ জনগণ আঁচ করতে পারছে বেগম জিয়ার জামিন দেবে না। তাছাড়া প্রধানমন্ত্রীর আগ্রাসী কথাবার্তাও যদি দলের নীতি নির্ধারকদের বুঝতে ভুল হয় তবে সাধারণ জনগণের হতাশা হওয়া ছাড়া আর কি? ফেসবুক থেকে