দেবদুলাল মুন্না: লোকসভা ভোটে ভুপাল থেকে জয়ী হন প্রজ্ঞা ঠাকুর। নির্বাচনের আগেও তিনি মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসে’র পক্ষে কথা বলেছিলেন। এমপি হয়েও গত বুধবার ফের নাথুরাম গডস’কে ‘দেশভক্ত’ আখ্যা দেন। এ মন্তব্য করার পর কয়েক ঘণ্টার মধ্যে ডিফেন্স প্যানেল থেকে সরিয়ে দেয়া হয়েছে প্রজ্ঞাকে। বেকায়দায় পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল বৃহস্পতিবার সংসদে প্রতিরক্ষা বিষয়ক একটি কমিটি থেকে তাকে বহিষ্কার করেছে কেন্ত্রীয় সরকার। তবে দল থেকে বহিষ্কার করা হয়নি। সূত্র এনডিটিভি।
বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘আমরা প্রজ্ঞা ঠাকুরকে প্রতিরক্ষা সংসদীয় পরামর্শদানকারী কমিটি থেকে সরিয়ে দিয়েছি।’
এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেছেন, ‘সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসকে বলছেন দেশভক্ত। ভারতের সংসদের ইতিহাসে এই দিনটি খুবই দুঃখের এবং বিজেপি নৈতিকভাবে মহাত্মা গান্ধীজীর জন্মবার্ষিকী পালনের নৈতিকতা হারিয়েছে। কারণ তাদের প্রচ্ছন্ন মদদেই প্রজ্ঞা এমন কথা বলতে পারেন।’ প্রজ্ঞার এমন মন্তব্যের প্রেক্ষিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ইন্ডিয়া টুডে’কে বলেছেন, ‘নাথুরাম গডসে’র রাজনীতির পুনরুত্থান করছে বিজেপি। ভারতের সামনে অন্ধকারই অপেক্ষা করছে।’
ভারতের বিখ্যাত ইতিহাসবিদ রোমিলা থাপার গতকাল হিন্দুস্থান টাইমসকে বলেন, ‘একটি বৈঠক থেকে প্রজ্ঞাকে বাতিল করেই বিজেপি প্রমাণ করেছে প্রজ্ঞা ‘ছোট ভুল’ করেছেন। কিন্তু নাথুরাম গডসসের ভুল ছোট নয়। বিজেপি অপ্রকাশ্যে নাথুরামেরই রাজনীতি করে। তাই দল থেকে প্রজ্ঞাকে বাদ দিতে হবে।’
বুধবার লোকসভায় স্পেশাল প্রোটেকশন গ্রুপ সংশোধন বিল নিয়ে আলোচনা হচ্ছিলো। সেই বিতর্কে অংশ নিয়ে ডিএমকে দলের এমপি এ রাজা নাথুরাম গডসের একটি বিবৃতি পড়ে শোনানোর সময় বলেছিলেন নাথুরাম গডসের এভাবে মহাত্মা গান্ধীকে হত্যা করা ঠিক হয়নি। তখন রাজাকে বক্তৃতার মাঝেই থামিয়ে দিয়ে প্রজ্ঞা ঠাকুর বলেন, ‘আপনি এভাবে একজন দেশভক্তের উদাহরণ দিতে পারেন না!’ এমনিতেই মহারাষ্ট্র পর্বের পর বিরোধীরা পার্লামেন্টে টগবগ করে ফুটছে। তাঁর মধ্যে প্রজ্ঞার এই মন্তব্য যেন ফোড়নের কাজ করে। তীব্র প্রতিবাদ জানান কংগ্রেসসহ বিরোধী বেঞ্চে বসে থাকা সদস্যরা। এর আগে লোকসভা ভোটের সময়েও নাথুরাম গডসকে দেশভক্ত বলেছিলেন প্রজ্ঞা। তখন তা নিয়ে সর্বভারতীয় রাজনীতিতে ছি ছি পড়ে গিয়েছিলো। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, মহাত্মা গান্ধীকে নিয়ে এধরনের মন্তব্য করা নিন্দাজনক, সভ্য সমাজে অচল। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ‘উনি ক্ষমা চাইতে পারেন, কিন্তু আমি ওনাকে কখনওই ক্ষমা করবো না।’ সম্পাদনা : খালিদ আহমেদ