সাবিহা জামান: জার্মানিতে নারীদের অধিকার, ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলার জন্য আলোচিত আইনজীবী, লেখক সাইরান আতিস। সামাজিক আন্দোলনের জন্য তাকে সম্মাননা জানালো বার্লিনের বিখ্যাত সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান উরানিয়া। ২৬ নভেম্বর সন্ধ্যায় আয়োজনের মধ্য দিয়ে তার হাতে পদক তুলে দেয়া হয়। ডয়েচে ভেলে
আতিস তুর্কি বংশোদ্ভূত এই নারী প্রশিক্ষণ নিয়ে বার্লিনের ইবনে রুশদ-গ্যোটে মসজিদে ইমামের দায়িত্বও পালন করছেন। ২০১৭ সালে ইসলামি পদার্থবিদ ও দার্শনিক ইবনে রুশদ এবং জার্মান কবি ও দার্শনিক ইয়হাসের নামানুসারে মসজিদটির প্রতিষ্ঠা করেন আতিস নিজেই। তবে প্রচলিত মসজিদগুলোর মতো নয় মসজিদটি যেকোনো মানুষের প্রবেশাধিকার রয়েছে। নারী-পুরুষ একসঙ্গেই প্রার্থনায় অংশ নিতে পারে। মসজিটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, কোনো নারীকে মুখ ঢেকে প্রবেশ করতে হয় না। আতিস ২০১৭ সালে জার্মানির স্পিগেল পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন. ‘‘আমাদের মসজিদে কাউকে নিকাব বা বোরকা পরে আসতে হবে না।’’
এবারের উরানিয়া পদক পাওয়া সাইমন আতিস ১৯৬৩ সালে তুরস্কের ইস্তাম্বুলে জন্ম নিলেও ৪ বছর বয়স থেকেই তিনি জার্মানিতে বসবাস করছেন। ইসলামে মুক্ত চিন্তার লড়াই, নারীদের সমান অধিকার, উদার মসজিদ প্রতিষ্ঠার জন্য এরইমধ্যে আলোচিত হয়ে উঠেছেন তিনি। নিজ স¤প্রদায়ের অনেকের সমর্থন পেলেও হুমকিও পান তিনি। যে কারণে তাকে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তায় থাকতে হয়। সম্পাদনা:রাশিদ