শিরোনাম
◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৫:১৯ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভকালে বাগদাদ ও বসরায় নিহত আরও ১১ জন

সাইফুর রহমান : বৃহস্পতিবারের এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে পুলিশ এবং চিকিৎসকরা। হাজারো বিক্ষোভকারীর অংশগ্রহনে বিক্ষোভের ১৩তম দিনে ইরাকের রাজধানী বাগদাদের শুহাদা ব্রিজ এলাকায় সংঘর্ষে আরো ৩৫ জন আহত হয়েছে। বিক্ষোভের কারণে গ্রীনজোনখ্যাত সরকারি কর্মচারীদের আবাসস্থল এবং বিভিন্ন দূতবাস অভিমুখী সেতুগুলো বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। টাইগ্রীস নদীর পশ্চিম তীরের এমন দুটি সেতুর ব্যারিকেড তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। আল জাজিরা, ফ্রান্স২৪

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান, সংঘর্ষের পর থেকে গ্রীনজোন অভিমুখী সেতুগুলোতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। ইরাকের তেল সম্পদের মূল উৎস বসরা শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে। এতে ৭ জন নিহত হয়েছে বলে জানান কর্মকর্তারা। বন্দর কর্মকর্তারা জানান, দেশের দক্ষিণাঞ্চলে ইম কাসর বন্দর অভিমুখী সড়কে বেশকিছু বিক্ষোভকারী টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তারা লরি গুলোকে পণ্য পরিবহনে বাঁধা দিলে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান চালায়। গত কয়েক বছর ধরে এমন কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে ইরাকি সরকারকে। ২০১৭ সালে আইএসের পতনের পর এমন চ্যালেঞ্জের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কয়েক বছরের অচলাবস্থা, দমনপীড়ন, দুর্নীতি ও বেকারত্ব অবসানের দাবিতে বিক্ষোভে নামে সাধারণ জনতা। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর হামলায় ১ অক্টোবর থেকে এপর্যন্ত ২৬০ জন নিহত হয়েছে। এই বিক্ষোভকারীদের বেশিরভাগই তরুন। ২০০৩ সালে সাদ্দাম সরকারের পতনের পর থেকে দেশটির দূরাবস্থার জন্য ক্ষমতাসীন অভিজাত শ্রেণীকে দায়ী করে গোটা রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবি জানান তারা।
এসআর/এমআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়