শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এর হিসাব কোথায় প্রধানমন্ত্রীকে ফখরুল

শিমুল মাহমুদ : শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ব্যাংক, শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন তার হিসাব কোথায়? জানি, তার হিসাব থাকবে না।কারণ এরা কেউ আপনাদের মন্ত্রী, কেউ আপনাদের উপদেষ্টা, আবার কেউ আপনাদের আপনজন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি।বিকেল ৩টায় নেতাকর্মীরা সভায় আসলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি না থাকায় সভাস্থলে তারা প্রবেশ করতে পারেননি।পরে বিকেল চারটায় অনুমতি পেলে নেতাকর্মীরা নাট্যমঞ্চ মিলনায়তের প্রবেশ করলে সাড়ে ৪টার দিকে সভা শুরু হয়।

সরকার নিজেদের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে নিয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই চুনোপুটি ধরে আর ক্যাসিনো গল্প সাজিয়ে মূল দূর্নীতি থেকে আপনি (প্রধানমন্ত্রী) জনগণের দৃষ্টিকে আড়াল করতে পারবেন না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাস্তায় নামতে হবে।এর কোনও বিকল্প নেই। সব দেশপ্রেমিক শক্তিকে এক জায়গায় আনতে হবে। আমরা সেই লক্ষ্যেই যাচ্ছি।আমরা মনে করি, সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একনায়ক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

বিএনপির মহাসচিব বলেন, ভারত আমাদের পানি নিয়ে যায়, কিন্তু পানি দেয় না। সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মারে, তার কোনও বিচার হয় না।আবার সমুদ্রে রাডার বসিয়ে পর্যবেক্ষণ করবে, সেখানে আমাদের কী অবস্থা হবে, তা জানি না। যেখানে আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, সেখানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে যেতেই হবে।আসুন সেই লক্ষ্যেই ঐক্যবদ্ধ হয়ে সামনে দিকে এগিয়ে যাই।বিজয় হবেই।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার জন্য আমাদের কী কোনো দায়িত্ব নেই? আমার যদি দায়িত্ব পালন করি তাহলে খালেদা জিয়া এখনো পর্যন্ত জেলে কেন?

তিনি বলেন, আদালত চলে শেখ হাসিনার নির্দেশে, আমরা কেন শেখ হাসিনার আদালতের উপর আস্থা রাখছি, তিনি আরো বলেন ,বক্ততায় আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তি পাবে না খালেদা জিয়ার মুক্তি হবে রাজপথে। খালেদা জিয়ার মুক্তি হলে এ সরকারের পতন হবে বলে দাবি করেন তিনি।

দলের নেতৃত্তের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, যারা আমাদের ছেড়ে চলে যায় তাদের যেতে দিন তাদের নিয়ে কোন মন্তব্য করার প্রয়োজন নেই। তাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে তারা যাক। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের দলের ভেতরেও কোন মুনাফেক আছে কিনা তা স্পষ্ট করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়