শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এর হিসাব কোথায় প্রধানমন্ত্রীকে ফখরুল

শিমুল মাহমুদ : শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি একথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ব্যাংক, শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়েছেন তার হিসাব কোথায়? জানি, তার হিসাব থাকবে না।কারণ এরা কেউ আপনাদের মন্ত্রী, কেউ আপনাদের উপদেষ্টা, আবার কেউ আপনাদের আপনজন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি।বিকেল ৩টায় নেতাকর্মীরা সভায় আসলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুমতি না থাকায় সভাস্থলে তারা প্রবেশ করতে পারেননি।পরে বিকেল চারটায় অনুমতি পেলে নেতাকর্মীরা নাট্যমঞ্চ মিলনায়তের প্রবেশ করলে সাড়ে ৪টার দিকে সভা শুরু হয়।

সরকার নিজেদের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে নিয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটা কথা স্পষ্ট করে বলতে চাই এই চুনোপুটি ধরে আর ক্যাসিনো গল্প সাজিয়ে মূল দূর্নীতি থেকে আপনি (প্রধানমন্ত্রী) জনগণের দৃষ্টিকে আড়াল করতে পারবেন না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাস্তায় নামতে হবে।এর কোনও বিকল্প নেই। সব দেশপ্রেমিক শক্তিকে এক জায়গায় আনতে হবে। আমরা সেই লক্ষ্যেই যাচ্ছি।আমরা মনে করি, সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে একনায়ক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

বিএনপির মহাসচিব বলেন, ভারত আমাদের পানি নিয়ে যায়, কিন্তু পানি দেয় না। সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মারে, তার কোনও বিচার হয় না।আবার সমুদ্রে রাডার বসিয়ে পর্যবেক্ষণ করবে, সেখানে আমাদের কী অবস্থা হবে, তা জানি না। যেখানে আমাদের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, সেখানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে যেতেই হবে।আসুন সেই লক্ষ্যেই ঐক্যবদ্ধ হয়ে সামনে দিকে এগিয়ে যাই।বিজয় হবেই।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার জন্য আমাদের কী কোনো দায়িত্ব নেই? আমার যদি দায়িত্ব পালন করি তাহলে খালেদা জিয়া এখনো পর্যন্ত জেলে কেন?

তিনি বলেন, আদালত চলে শেখ হাসিনার নির্দেশে, আমরা কেন শেখ হাসিনার আদালতের উপর আস্থা রাখছি, তিনি আরো বলেন ,বক্ততায় আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তি পাবে না খালেদা জিয়ার মুক্তি হবে রাজপথে। খালেদা জিয়ার মুক্তি হলে এ সরকারের পতন হবে বলে দাবি করেন তিনি।

দলের নেতৃত্তের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, যারা আমাদের ছেড়ে চলে যায় তাদের যেতে দিন তাদের নিয়ে কোন মন্তব্য করার প্রয়োজন নেই। তাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে তারা যাক। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের দলের ভেতরেও কোন মুনাফেক আছে কিনা তা স্পষ্ট করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়