শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

সালেহ্ বিপ্লব : সপ্তাহব্যাপী সফরে নিজ জেলা কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বিকেলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সাথে মতবিনিময় করেন তিনি। বর্তমানে বেড়ে চলা মাদকের অপব্যবহার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘আইনজীবীদের তাদের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অন্যথায় আমরা আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবো না।’ বাসস

বিভিন্ন মামলায় বিচারপ্রার্থীদের হয়রানি সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদনের উল্লেখ করে রাষ্ট্রপতি আইনজীবীদের প্রতি বিচারপ্রার্থীদের হয়রানি না করার আহ্বান জানান। তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ে কোনো বাড়তি চাপ সৃষ্টি না করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, ‘আইনজীবী হিসেবে আমি আমার মক্কেলদের কাছ থেকে কোন চাপ প্রয়োগ বা অন্য কোন উপায়ে কখনো অতিরিক্ত অর্থ নেইনি। আশা করি আপনারাও তা করবেন না। পেশা চর্চার পাশাপাশি জনগণের সেবা করুন।’

তিনি আইনজীবীদের পবিত্র পেশার ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো অনৈতিক কর্মকান্ড না করার পরামর্শ দেন। অসাধু ব্যক্তিদের হাত থেকে জলাভূমি-নদী, খাল ও পুকুর রক্ষায় সচেতনতা কর্মসূচি চালানোরও পরামর্শ দেন তিনি।

এরআগে, রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলা জ কোর্টের ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে শ্যাম সুন্দর আখড়া উদযাপন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়