শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

সালেহ্ বিপ্লব : সপ্তাহব্যাপী সফরে নিজ জেলা কিশোরগঞ্জে গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বিকেলে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সাথে মতবিনিময় করেন তিনি। বর্তমানে বেড়ে চলা মাদকের অপব্যবহার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ‘আইনজীবীদের তাদের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অন্যথায় আমরা আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবো না।’ বাসস

বিভিন্ন মামলায় বিচারপ্রার্থীদের হয়রানি সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদনের উল্লেখ করে রাষ্ট্রপতি আইনজীবীদের প্রতি বিচারপ্রার্থীদের হয়রানি না করার আহ্বান জানান। তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ে কোনো বাড়তি চাপ সৃষ্টি না করারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

আবদুল হামিদ বলেন, ‘আইনজীবী হিসেবে আমি আমার মক্কেলদের কাছ থেকে কোন চাপ প্রয়োগ বা অন্য কোন উপায়ে কখনো অতিরিক্ত অর্থ নেইনি। আশা করি আপনারাও তা করবেন না। পেশা চর্চার পাশাপাশি জনগণের সেবা করুন।’

তিনি আইনজীবীদের পবিত্র পেশার ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো অনৈতিক কর্মকান্ড না করার পরামর্শ দেন। অসাধু ব্যক্তিদের হাত থেকে জলাভূমি-নদী, খাল ও পুকুর রক্ষায় সচেতনতা কর্মসূচি চালানোরও পরামর্শ দেন তিনি।

এরআগে, রাষ্ট্রপতি কিশোরগঞ্জ জেলা জ কোর্টের ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে শ্যাম সুন্দর আখড়া উদযাপন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়