শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ১১:৩৪ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

শাহীন খন্দকার : খুলনায় মাছুরা বেগম (২৫) নামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাছুরা যশোর জেলার অভয়নগর উপজেলার হাবিবুল্লাহর স্ত্রী। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহীন আক্তার জানান, গত ৭ অক্টোবর মাছুরা ডেঙ্গু আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন । বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল কাদের (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

চাঁদপুর শহরের জামতলা রোড এলাকার আমিন গাজীর ছেলে আব্দুল কাদের। সে শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো। স্বজনরা জানান, কয়েক দিন আগে আব্দুল কাদের জ্বরে আক্রান্ত হয়। মঙ্গলবার তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে আব্দুল্লাহ মারা যায়।

চাঁদপুরের ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আরএমও সুজাউদ্দৌলা রুবেল জানান, ‘আব্দুল কাদের আমাদের হাসপাতালের কাছেই একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতো। গত তিন-চার দিন ধরেই তার জ্বর ছিল। মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর বিনামূল্যে তার চিকিৎসা হয়েছে। পরের দিন অবস্থা খারাপ হওয়ায় আমরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে ঢাকা মেডিকেলে পাঠাই।বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবরটি পাই।

এদিকে কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পলান শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত পলান শেখ পেশায় রং মিস্ত্রী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে। তার বাবার নাম মেদ ধোনাই শেখ।

পলান শেখের ভাই হান্নান শেখ জানান, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। সেখানে বুধবার তাকে ডেঙ্গু পরীক্ষার কথা বলেন ডাক্তার।

শহরের আমিন ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। নিশ্চিত হওয়ার পর ডাক্তাররা তাকে হাসপাতালের ২ নং ওয়ার্ডে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার। তিনি জানান, পলান শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু পরীক্ষা করা হলে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসকরা । বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মধ্য রাতে মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়