এস এম নূর মোহাম্মদ : আপিল বিভাগের পর হাইকোর্ট বিভাগের এজলাস কক্ষগুলোতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙ্গানো শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ নিজে উপস্থিত থেকে তার এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো পর্যতবেক্ষণ করেন।এর আগে ১ অক্টোবর আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে এরইমধ্যে বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্ত্বধীন হাইকোর্ট বেঞ্চের এজলাস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানো হয়েছে। তবে পর্যায়ক্রমে সকল বেঞ্চেই ছবি টাঙ্গানো হবে বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে।