শিরোনাম
◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা হতে পারে না, বললেন প্রধানমন্ত্রী

রাশিদ রিয়াজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সব সময় দেশের স্বার্থ রক্ষা করে চলেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও তা করবে। নিউইয়র্ক ও ভারত সফর শেষে দেশে ফেরার পর বুধবার বিকেলে গণভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে ভারতের এলপিজি রফতানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অপরিশোধিত তেল আমদানি ও দেশে কিছু তেল উৎপাদনের সময় উপজাত হিসেবে এলপিজি রফতানির চুক্তি হয়েছে। তিনি বলেন, আমরা বিদেশ থেকে এলপিজি গ্যাস এনে প্রক্রিয়াজাত করে ভারতে রপ্তানি করবো। এটা প্রাকৃতিক গ্যাস নয়। অন্য পণ্য যেমন আমরা রপ্তানি করি ঠিক তেমন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কিছু নেই।

প্রধানমন্ত্রী বলেন, তিতাস নদীর ওপর বাঁধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরির যন্ত্রপাতি ভারতকে নেয়ার সুযোগ দেয়ার পাশাপাশি চুক্তি অনুযায়ী ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। আর ত্রিপুরার সাবরং’এ খাবার পানি সংকটে ১.৮২ কিউসেক পানি দিচ্ছে বাংলাদেশ। সীমান্তে অভিন্ন নদী হিসেবে বাংলাদেশ সামান্য এ পানি দিচ্ছে। ক্রিপুরা কিছু চাইলে দিতে হবে। কারণ মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনা আমরা করেছিলাম। ত্রিপুরায় মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল।

প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, বিএনপি কি গঙ্গা চুক্তি করতে পেরেছিল? তিস্তা সহ আরো ৭টি নদী নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। এ সরকার ভারতের সঙ্গে সমুদ্র চুক্তি করেছে। ৮১ সালের পর থেকে শুনে আসছি দেশ বেচার চুক্তি হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়