শিরোনাম
◈ ঐকমত্য কমিশনকে ঐক্য ধরে রাখার আহ্বান ৫৩ নাগরিকের ◈ ৪১ বছর পর ওয়ানডে ক্রিকে‌টে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো নিউ‌জিল‌্যান্ড  ◈ ‌পিচ কিউরেটর গা‌মি‌নিকে প্রথ‌মে ক‌রে‌ছে মিরপুরছাড়া এবার তা‌কে দেশছাড়া করছে বিসিবি  ◈ এশিয়া কাপের ট্রফি দু'এক দি‌নের ম‌ধ্যে ভারতীয় বো‌র্ডে পৌঁছা‌বে, না এ‌লে বিকল্প ব‌্যবস্থা: বি‌সি‌সিআই স‌চিব ◈ ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যের দাম হবে ছয় বছরে সর্বনিম্ন: বিশ্বব্যাংক ◈ ‘আমার লোক তোমার লোক’ কালচার থেকে বিএনপি জামায়াতকে বের হতে হবে: আসিফ নজরুল ◈ ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: ইসি আনোয়ারুল ◈ ত্বকী হত্যা মামলার তদন্ত শেষে শিগগিরই চার্জশিট জমা দেয়া হবে: র‍্যাব ◈ এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা, সব সৃষ্টি করেছে জামায়াত: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০২:০৭ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা হতে পারে না, বললেন প্রধানমন্ত্রী

রাশিদ রিয়াজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সব সময় দেশের স্বার্থ রক্ষা করে চলেছে, এখনো করছে এবং ভবিষ্যতেও তা করবে। নিউইয়র্ক ও ভারত সফর শেষে দেশে ফেরার পর বুধবার বিকেলে গণভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে ভারতের এলপিজি রফতানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অপরিশোধিত তেল আমদানি ও দেশে কিছু তেল উৎপাদনের সময় উপজাত হিসেবে এলপিজি রফতানির চুক্তি হয়েছে। তিনি বলেন, আমরা বিদেশ থেকে এলপিজি গ্যাস এনে প্রক্রিয়াজাত করে ভারতে রপ্তানি করবো। এটা প্রাকৃতিক গ্যাস নয়। অন্য পণ্য যেমন আমরা রপ্তানি করি ঠিক তেমন। এটা নিয়ে ভুল বোঝাবুঝির কিছু নেই।

প্রধানমন্ত্রী বলেন, তিতাস নদীর ওপর বাঁধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরির যন্ত্রপাতি ভারতকে নেয়ার সুযোগ দেয়ার পাশাপাশি চুক্তি অনুযায়ী ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। আর ত্রিপুরার সাবরং’এ খাবার পানি সংকটে ১.৮২ কিউসেক পানি দিচ্ছে বাংলাদেশ। সীমান্তে অভিন্ন নদী হিসেবে বাংলাদেশ সামান্য এ পানি দিচ্ছে। ক্রিপুরা কিছু চাইলে দিতে হবে। কারণ মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনা আমরা করেছিলাম। ত্রিপুরায় মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল।

প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, বিএনপি কি গঙ্গা চুক্তি করতে পেরেছিল? তিস্তা সহ আরো ৭টি নদী নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে। এ সরকার ভারতের সঙ্গে সমুদ্র চুক্তি করেছে। ৮১ সালের পর থেকে শুনে আসছি দেশ বেচার চুক্তি হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়