শিরোনাম
◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের ◈ শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান ◈ ইসিতে প্রথম দিনের আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন ◈ আবার ক্রিকেট মাঠে মৃত্যু, এবার মারা গেলেন রঞ্জি ট্রফিতে খেলা মিজোরামের ক্রিকেটার ◈ ‘বিড়িতে সুখ টানেও দাঁড়িপাল্লায় ভোট’ চাওয়া সেই জামায়াত প্রার্থী ফয়জুল হককে শোকজ ◈ একজন সামান্য কর্মী থেকে যেভাবে হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ◈ ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ইংল‌্যা‌ন্ডের মঈন আলী বল‌লেন, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, ত‌বে বিশ্বমানের নেই  ◈ ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে মরক্কো

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার বুড়িচংয়ে এ যেনো তিন রঙের পদ্ম ফুলের বিছানা (ভিডিও)

টিভিএন রিপোর্ট : কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম জলাশয়ে সৌন্দর্য ছড়িয়েছে তিন রঙের পদ্ম ফুল। গোলাপি, সাদা আর হলুদ পদ্ম দখিনা বাতাসে দোল খাচ্ছে।

পদ্ম ফুলের ওপর ওড়াউড়ি করছে নানা প্রজাতির প্রাণী।ওদের কিচিরমিচির আওয়াজে মুগ্ধ শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধরা।প্রতিদিন নানা বয়সী ভ্রমণপিপাসুরা সেখানে গিয়ে প্রাণের আনন্দে উপভোগ করছে পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি শরতে প্রকৃতিগতভাবেই ফুটে ওঠে এই পদ্ম ফুল।

উদ্ভিদবিজ্ঞানীরা জানান, পদ্ম ফুলের আদিনিবাস দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে।এই ফুল ফোটে রাতে।ভোর ও সকালের পর রৌদ্র প্রখর হয়ে ওঠার আগ পর্যন্ত প্রস্ফুটিত থাকে।বর্ষা মৌসুমে ফুল ফোটা শুরু হয়।শরতে অধিক পরিমাণে ফোটে।হেমন্ত পর্যন্ত ফুটতেই থাকে।এই ফুল মানবদেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে বেশ উপকারী।

অন্তত ১০ একর জায়গা নিয়ে বিস্তীর্ণ জলাশয়ে ফুটেছে হাজার হাজার পদ্ম।প্রকৃতির আপন খেয়ালে ওই জলাশয়ে এই ফুলের জন্ম। এবার বেশি ফুল ফুটেছে।জলাশয়ে পানি বেশি থাকার কারণে এখানে ধানসহ অন্যান্য শস্যের চাষ হচ্ছে না। যতদিন পানি থাকবে পদ্মগুলোও তার সৌন্দর্য ছড়িয়ে যাবে।

স্থানীয়রা জানান, গত দুই বছরের মধ্যে এবার বেশি ফুল ফুটেছে। রাতে পাখি এসে পদ্ম ফুলের ওপর ওড়াউড়ি করে।ভোরে সূর্য ওঠার সময় ওরা চলে যায়। রাতে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যায়।

পতিত জলাশয়ে প্রতি বছর এই তিন রঙের পদ্ম ফুল ফোটে। প্রয়োজনীয় উদ্যোগ নিলে এটিকে অর্থকরী করা সম্ভব।বাণিজ্যিকভাবেও এর কদর আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়