শিরোনাম
◈ পঞ্চম টি-টো‌য়ে‌ন্টি পরিত্যক্ত হওয়ায় অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে সিরিজ জিতলো ভারত   ◈ ভোটের নিরাপত্তা পরিকল্পনা: রেড, ইয়েলো ও গ্রিন জোনে সাজানো হবে দেশ ◈ শিক্ষকদের আন্দোলন যৌক্তিক নয়, ১৩ থেকে ১০ম গ্রেডে আনার যুক্তি নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ◈ জামায়াতসহ ৮ দলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা ◈ অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক হয়েও যে কারণে সাধারণ জীবনে ইলন মাস্ক, এত সম্পদ দিয়ে কী করেন? ◈ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, যাত্রীদের চরম ভোগান্তি ◈ কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু ◈ ফ্যাসিবাদী গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার বুড়িচংয়ে এ যেনো তিন রঙের পদ্ম ফুলের বিছানা (ভিডিও)

টিভিএন রিপোর্ট : কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম জলাশয়ে সৌন্দর্য ছড়িয়েছে তিন রঙের পদ্ম ফুল। গোলাপি, সাদা আর হলুদ পদ্ম দখিনা বাতাসে দোল খাচ্ছে।

পদ্ম ফুলের ওপর ওড়াউড়ি করছে নানা প্রজাতির প্রাণী।ওদের কিচিরমিচির আওয়াজে মুগ্ধ শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধরা।প্রতিদিন নানা বয়সী ভ্রমণপিপাসুরা সেখানে গিয়ে প্রাণের আনন্দে উপভোগ করছে পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি শরতে প্রকৃতিগতভাবেই ফুটে ওঠে এই পদ্ম ফুল।

উদ্ভিদবিজ্ঞানীরা জানান, পদ্ম ফুলের আদিনিবাস দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে।এই ফুল ফোটে রাতে।ভোর ও সকালের পর রৌদ্র প্রখর হয়ে ওঠার আগ পর্যন্ত প্রস্ফুটিত থাকে।বর্ষা মৌসুমে ফুল ফোটা শুরু হয়।শরতে অধিক পরিমাণে ফোটে।হেমন্ত পর্যন্ত ফুটতেই থাকে।এই ফুল মানবদেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে বেশ উপকারী।

অন্তত ১০ একর জায়গা নিয়ে বিস্তীর্ণ জলাশয়ে ফুটেছে হাজার হাজার পদ্ম।প্রকৃতির আপন খেয়ালে ওই জলাশয়ে এই ফুলের জন্ম। এবার বেশি ফুল ফুটেছে।জলাশয়ে পানি বেশি থাকার কারণে এখানে ধানসহ অন্যান্য শস্যের চাষ হচ্ছে না। যতদিন পানি থাকবে পদ্মগুলোও তার সৌন্দর্য ছড়িয়ে যাবে।

স্থানীয়রা জানান, গত দুই বছরের মধ্যে এবার বেশি ফুল ফুটেছে। রাতে পাখি এসে পদ্ম ফুলের ওপর ওড়াউড়ি করে।ভোরে সূর্য ওঠার সময় ওরা চলে যায়। রাতে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যায়।

পতিত জলাশয়ে প্রতি বছর এই তিন রঙের পদ্ম ফুল ফোটে। প্রয়োজনীয় উদ্যোগ নিলে এটিকে অর্থকরী করা সম্ভব।বাণিজ্যিকভাবেও এর কদর আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়