শিরোনাম
◈ ভার‌তের উত্তরবঙ্গের বিপর্যস্তদের পাশে দাঁড়াচ্ছেন ‌লিও‌নেল মেসি! ◈ রাশিয়াকে দুর্বল কর‌তে জাপান‌কে তেল কেনা বন্ধ কর‌তে ব‌লে‌ছে আ‌মে‌রিকা ◈ যৌন কে‌লেঙ্কা‌রির অ‌ভি‌যো‌গে চাকরি যেতে চলেছে ইংল্যান্ডের কোচ ক‌লিংউ‌ডের ◈ তা‌মিম ইকবাল মালয়েশিয়ার টি-টোয়েন্টি লিগে মেন্টরের দায়ি‌ত্বে থাক‌বেন ◈ মিরপু‌রের চেয়েও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের গায়ানায় বাজে উইকেটে খেলেছি: রিশাদ হো‌সেন ◈ সাকিব আল হাসা‌নের সঙ্গে আবুধাবি টি-টেন লিগে দল পেলেন সাইফ ও নাহিদ ◈ রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণের দামে বড় পতন ◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০১৯, ০১:১৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০১৯, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লার বুড়িচংয়ে এ যেনো তিন রঙের পদ্ম ফুলের বিছানা (ভিডিও)

টিভিএন রিপোর্ট : কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রাম জলাশয়ে সৌন্দর্য ছড়িয়েছে তিন রঙের পদ্ম ফুল। গোলাপি, সাদা আর হলুদ পদ্ম দখিনা বাতাসে দোল খাচ্ছে।

পদ্ম ফুলের ওপর ওড়াউড়ি করছে নানা প্রজাতির প্রাণী।ওদের কিচিরমিচির আওয়াজে মুগ্ধ শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধরা।প্রতিদিন নানা বয়সী ভ্রমণপিপাসুরা সেখানে গিয়ে প্রাণের আনন্দে উপভোগ করছে পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্য।স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি শরতে প্রকৃতিগতভাবেই ফুটে ওঠে এই পদ্ম ফুল।

উদ্ভিদবিজ্ঞানীরা জানান, পদ্ম ফুলের আদিনিবাস দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে।এই ফুল ফোটে রাতে।ভোর ও সকালের পর রৌদ্র প্রখর হয়ে ওঠার আগ পর্যন্ত প্রস্ফুটিত থাকে।বর্ষা মৌসুমে ফুল ফোটা শুরু হয়।শরতে অধিক পরিমাণে ফোটে।হেমন্ত পর্যন্ত ফুটতেই থাকে।এই ফুল মানবদেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে বেশ উপকারী।

অন্তত ১০ একর জায়গা নিয়ে বিস্তীর্ণ জলাশয়ে ফুটেছে হাজার হাজার পদ্ম।প্রকৃতির আপন খেয়ালে ওই জলাশয়ে এই ফুলের জন্ম। এবার বেশি ফুল ফুটেছে।জলাশয়ে পানি বেশি থাকার কারণে এখানে ধানসহ অন্যান্য শস্যের চাষ হচ্ছে না। যতদিন পানি থাকবে পদ্মগুলোও তার সৌন্দর্য ছড়িয়ে যাবে।

স্থানীয়রা জানান, গত দুই বছরের মধ্যে এবার বেশি ফুল ফুটেছে। রাতে পাখি এসে পদ্ম ফুলের ওপর ওড়াউড়ি করে।ভোরে সূর্য ওঠার সময় ওরা চলে যায়। রাতে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যায়।

পতিত জলাশয়ে প্রতি বছর এই তিন রঙের পদ্ম ফুল ফোটে। প্রয়োজনীয় উদ্যোগ নিলে এটিকে অর্থকরী করা সম্ভব।বাণিজ্যিকভাবেও এর কদর আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়