শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপুরুষের মতো হাজার বছর বেঁচে লাভ নেই, সিংহের মতো একদিন বাঁচেন, নেতাকর্মীদের গয়েশ্বর

শিমুল মাহমুদ : রোববার রাজশাহীর বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনারা বার বার হাত তুলে বলছেন- নেত্রীর মুক্তি চাই, নেত্রীর মুক্তির জন্য আন্দোলন করবেন? কিছু দিনের মধ্যেই আন্দোলন দৃশ্যমান হবে। যখন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা আশা করবো আপনারা সংগ্রামে নামবেন।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, পুলিশ বাহিনী যে যেখানে আছেন দেশের স্বার্থে, আপনিও জনগণের একজন। পেশাগত ভাবে যাই থাকেন এই জনগণের আন্দোলনে যোগ দিন। গণতান্ত্রিক আন্দোলনে জনগণের মুখোমুখি হবেন না। কারণ দেশের ক্ষতি হলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, সাধারণ মানুষেরও ক্ষতি। দেশের মালিক জনগণ, তাই জনগণের কথা আপনাদের শুনতে হবে, তাদেরকে সম্মান করতে হবে।

তিনি বলেন, যেই ব্যক্তিকে বাঁচানোর জন্য, ক্ষমতা রাখার জন্য চেষ্টা করছেন, আমার তো মনে হয় চারিদিকে যে আওয়াজ তাতে তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না।

ক্যাসিনো অভিযান পরিচালনা নিয়ে গয়েশ্বর বলেন, মাত্র ৩টা রাস্তার টোকাই তাদের কাছে যদি এত টাকা থাকে। তাহলে যারা পতাকাবাহী তাদের কাছে কত টাকা আছে? ওই যে পার্লামেন্টে যায় আসে তাদের কাছে আছে কত টাকা?

লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করেছে। গ্রাহক ব্যাংকে গেলে টাকা দিতে পারে না ব্যাংকগুলো। কোনও বিনিয়োগ নাই। ওই যে দরবেশ আছে মন্ত্রিসভায় শেয়ারমার্কেটের খবর কি? হলমার্কের হাজার কোটি টাকার খবর কি? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যে চুরি হয়ে গেল সেই টাকা উদ্ধার হচ্ছে না কেন?
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে গয়েশ্বর বলেন, আজ সতের কোটি মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। চায় না শুধু একজন তার নাম শেখ হাসিনা। যারা পোশাক পরে (পুলিশ) আজকে সমাবেশে আসতে বাধা দিয়েছে তাদের জন্য শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগা রোডে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়