শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়ে কিম জং উনের চিঠি

শাহনাজ বেগম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র সোমবার জানিয়েছে গত আগস্ট মাসে তিনি ওই চিঠি পাঠিয়েছিলেন। দ্য গার্ডিয়ান

এই চিঠিতে উত্তর কোরিয়ার স্বল্প-পরিসরের মিসাইলের সর্বশেষ পরীক্ষা চালানোর এক সপ্তাহ আগের তারিখ রয়েছে যখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পরমাণু আলোচনার স্থগিত ছিলো। এরপর ট্রাম্পকে উদ্দেশ্য করে উত্তর কোরীয় নেতা দ্বিতীয় চিঠি পাঠায়। সেই চিঠিতে কিম আরো একটি শীর্ষ সম্মেলনের আগ্রহের কথা লিখেছিলেন বলে একটি সূত্র স্থানীয় সংবাদপত্র জোংগ্যাং ইলবোকে জানায়। তবে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের পক্ষ থেকে এ ধরনের মন্তব্যের কোন জবাব দেয়নি।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমানবিক কর্মসূচির যে সঙ্কট রয়েছে তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও কিম গত বছর জুন মাসের পর থেকে তিনবার বৈঠক করলেও এ বিষয়ে কোন আগ্রগতি হয়নি। এই দুই দেশের শীর্ষ নেতা গত জুন মাসে দুই কোরিয়ার মধ্যে ডেমিলিটারাইজড জোন (ডিএমজেড) এ মিলিত হয়েছিলেন। এবং গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে সম্মেলনের পর দুই নেতার মধ্যে স্থগিত হওয়া পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছিলেন।

গত সপ্তাহে স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘো সন হুই বলেছেন, চলতি মাসের শেষদিকে উত্তর কোরিয়া ব্যাপক আলোচনায় রয়েছে। ট্রাম্প পরবর্তী সময়ে বলেছিলেন যে তিনি এই বছরের শেষের দিকে কিমের সাথে দেখা করতে পারেন। এছাড়াও তিনি ৯ আগস্ট কিমের কাছ থেকে তিন পৃষ্ঠার একটি সুন্দর চিঠি পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়