শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়ে কিম জং উনের চিঠি

শাহনাজ বেগম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র সোমবার জানিয়েছে গত আগস্ট মাসে তিনি ওই চিঠি পাঠিয়েছিলেন। দ্য গার্ডিয়ান

এই চিঠিতে উত্তর কোরিয়ার স্বল্প-পরিসরের মিসাইলের সর্বশেষ পরীক্ষা চালানোর এক সপ্তাহ আগের তারিখ রয়েছে যখন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পরমাণু আলোচনার স্থগিত ছিলো। এরপর ট্রাম্পকে উদ্দেশ্য করে উত্তর কোরীয় নেতা দ্বিতীয় চিঠি পাঠায়। সেই চিঠিতে কিম আরো একটি শীর্ষ সম্মেলনের আগ্রহের কথা লিখেছিলেন বলে একটি সূত্র স্থানীয় সংবাদপত্র জোংগ্যাং ইলবোকে জানায়। তবে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশনের পক্ষ থেকে এ ধরনের মন্তব্যের কোন জবাব দেয়নি।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমানবিক কর্মসূচির যে সঙ্কট রয়েছে তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করতে ট্রাম্প ও কিম গত বছর জুন মাসের পর থেকে তিনবার বৈঠক করলেও এ বিষয়ে কোন আগ্রগতি হয়নি। এই দুই দেশের শীর্ষ নেতা গত জুন মাসে দুই কোরিয়ার মধ্যে ডেমিলিটারাইজড জোন (ডিএমজেড) এ মিলিত হয়েছিলেন। এবং গত ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামে সম্মেলনের পর দুই নেতার মধ্যে স্থগিত হওয়া পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছিলেন।

গত সপ্তাহে স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপ-পররাষ্ট্রমন্ত্রী ঘো সন হুই বলেছেন, চলতি মাসের শেষদিকে উত্তর কোরিয়া ব্যাপক আলোচনায় রয়েছে। ট্রাম্প পরবর্তী সময়ে বলেছিলেন যে তিনি এই বছরের শেষের দিকে কিমের সাথে দেখা করতে পারেন। এছাড়াও তিনি ৯ আগস্ট কিমের কাছ থেকে তিন পৃষ্ঠার একটি সুন্দর চিঠি পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়