শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ভুল তথ্য তুলে ধরায় সাংবাদিকদের উপর হামলা হয়েছিলো (ভিডিও)

ওয়ালি উল্লাহ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা হয়েছে চরম হট্টগোলের মধ্য দিয়ে।  ডেঙ্গু নিয়ন্ত্রণে নজরদারি না করার অভিযোগ উঠলে মেয়র সাঈদ খোকনের সামনেই সাংবাদিকদের ওপর চড়াও হন কাউন্সিলররা। দায়িত্বে অবহেলার অভিযোগ সিটি করপোরেশনের এক নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিক শোকজ করেন মেয়র। ইন্ডিপেন্ডেন্ট

মেয়র সাঈদ খোকন ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই তুমুল হট্টগোলে জড়ান কাউন্সিলররা। কেউ কেউ তেড়ে যান সাংবাদিকদের দিকে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সিটি করপোরেশনের কর্মীদের কিছুটা তৎপরতা দেখা গেলেও, নিষ্ক্রীয় কাউন্সিলররা। সাংবাদিকরা বিভিন্ন এলাকার তথ্য মেয়রের সামনে তুলে ধরলে তেড়ে উঠেন কাউন্সিলররা।

বাজেট ঘোষণার সময় মেয়র দাবি করেন, তার এলাকার ৯০-৯৫ শতাংশ এলাকার রাস্তাঘাট ভালো। তবে, কাঠালবাগান, কলাবাগান, মানিকনগর, গোলাপবাগসহ বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরে সাংবাদিকরা এ দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। এসময় মেয়র চ্যালেঞ্জ করেন তার বক্তব্য সঠিক।

কিন্তু সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের মতামত চাইলে তারাই জানান, এলাকার রাস্তাঘাট গত দুই থেকে তিন বছর ধরে বেহাল।

এসময় দায়িত্বে অবহেলার দায়ে এক নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষনিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেন মেয়র।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে সিটি কর্পোরেশনের ৩৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন সাঈদ খোকন। বাজেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে গত বছরের তুলনায় বরাদ্দ দ্বিগুণ করা হয়।

 

">

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়