শিরোনাম
◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ভুল তথ্য তুলে ধরায় সাংবাদিকদের উপর হামলা হয়েছিলো (ভিডিও)

ওয়ালি উল্লাহ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা হয়েছে চরম হট্টগোলের মধ্য দিয়ে।  ডেঙ্গু নিয়ন্ত্রণে নজরদারি না করার অভিযোগ উঠলে মেয়র সাঈদ খোকনের সামনেই সাংবাদিকদের ওপর চড়াও হন কাউন্সিলররা। দায়িত্বে অবহেলার অভিযোগ সিটি করপোরেশনের এক নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিক শোকজ করেন মেয়র। ইন্ডিপেন্ডেন্ট

মেয়র সাঈদ খোকন ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই তুমুল হট্টগোলে জড়ান কাউন্সিলররা। কেউ কেউ তেড়ে যান সাংবাদিকদের দিকে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সিটি করপোরেশনের কর্মীদের কিছুটা তৎপরতা দেখা গেলেও, নিষ্ক্রীয় কাউন্সিলররা। সাংবাদিকরা বিভিন্ন এলাকার তথ্য মেয়রের সামনে তুলে ধরলে তেড়ে উঠেন কাউন্সিলররা।

বাজেট ঘোষণার সময় মেয়র দাবি করেন, তার এলাকার ৯০-৯৫ শতাংশ এলাকার রাস্তাঘাট ভালো। তবে, কাঠালবাগান, কলাবাগান, মানিকনগর, গোলাপবাগসহ বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরে সাংবাদিকরা এ দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। এসময় মেয়র চ্যালেঞ্জ করেন তার বক্তব্য সঠিক।

কিন্তু সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের মতামত চাইলে তারাই জানান, এলাকার রাস্তাঘাট গত দুই থেকে তিন বছর ধরে বেহাল।

এসময় দায়িত্বে অবহেলার দায়ে এক নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষনিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেন মেয়র।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে সিটি কর্পোরেশনের ৩৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন সাঈদ খোকন। বাজেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে গত বছরের তুলনায় বরাদ্দ দ্বিগুণ করা হয়।

 

">

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়