শিরোনাম
◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২১ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ভুল তথ্য তুলে ধরায় সাংবাদিকদের উপর হামলা হয়েছিলো (ভিডিও)

ওয়ালি উল্লাহ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাজেট ঘোষণা হয়েছে চরম হট্টগোলের মধ্য দিয়ে।  ডেঙ্গু নিয়ন্ত্রণে নজরদারি না করার অভিযোগ উঠলে মেয়র সাঈদ খোকনের সামনেই সাংবাদিকদের ওপর চড়াও হন কাউন্সিলররা। দায়িত্বে অবহেলার অভিযোগ সিটি করপোরেশনের এক নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষণিক শোকজ করেন মেয়র। ইন্ডিপেন্ডেন্ট

মেয়র সাঈদ খোকন ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই তুমুল হট্টগোলে জড়ান কাউন্সিলররা। কেউ কেউ তেড়ে যান সাংবাদিকদের দিকে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সিটি করপোরেশনের কর্মীদের কিছুটা তৎপরতা দেখা গেলেও, নিষ্ক্রীয় কাউন্সিলররা। সাংবাদিকরা বিভিন্ন এলাকার তথ্য মেয়রের সামনে তুলে ধরলে তেড়ে উঠেন কাউন্সিলররা।

বাজেট ঘোষণার সময় মেয়র দাবি করেন, তার এলাকার ৯০-৯৫ শতাংশ এলাকার রাস্তাঘাট ভালো। তবে, কাঠালবাগান, কলাবাগান, মানিকনগর, গোলাপবাগসহ বিভিন্ন এলাকার চিত্র তুলে ধরে সাংবাদিকরা এ দাবির যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন। এসময় মেয়র চ্যালেঞ্জ করেন তার বক্তব্য সঠিক।

কিন্তু সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের মতামত চাইলে তারাই জানান, এলাকার রাস্তাঘাট গত দুই থেকে তিন বছর ধরে বেহাল।

এসময় দায়িত্বে অবহেলার দায়ে এক নির্বাহী প্রকৌশলীকে তাৎক্ষনিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেন মেয়র।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে সিটি কর্পোরেশনের ৩৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন সাঈদ খোকন। বাজেটে ডেঙ্গু নিয়ন্ত্রণে গত বছরের তুলনায় বরাদ্দ দ্বিগুণ করা হয়।

 

">

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়