শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া থেকে মূর্তি চুরি

স্বপন দেব : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের নয়াগ্রাম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় চুরির ঘটনা ঘটেছে। আখড়া থেকে দুটি ম‚র্তি, একটি দানবাক্স ও পূজায় ব্যবহৃত কিছু জিনিস চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। আখড়ার সেবায়েত সূত্রে জানা গেছে, আখড়ায় গ্রামের নন্দন চক্রবর্তী সেবায়েত হিসেবে আছেন।

মঙ্গলবার রাত ৮টায় প্রতিদিনের মত নিত্য পূজার কাজ শেষে তিনি বাড়ি চলে যান। বুধবার সকালে গ্রামের সজল দে আখড়ায় গিয়ে দেখতে পান, কলাপসিবল গেট খোলা। গেটের কড়া ভাঙা। দুটো গেটের তালা মেঝেতে পড়ে আছে। ভেতরের জিনিসপত্র এলোমেলো। পূজার ঘরে প্রবেশ করে দেখতে পান, পিতলের তৈরি একটি গোপাল ও একটি রাধাকৃষ্ণের মূর্তি, সামনে রাখা কাঠের দানবাক্স এবং পূজায় ব্যবহৃত পিতল ও কাঁসার জিনিসপত্র নেই। পরে তিনি আখড়ার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সুদীপ চৌধুরীসহ নেতৃবৃন্দকে জানান। খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

এছাড়া চুরির খবর পেয়ে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিবেকানন্দ দাস নান্টু, সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, রঞ্জিত পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নয়াগ্রাম শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর (আলাইর) আখড়া পরিচালনা কমিটির সভাপতি বিচিত্র দে বলেন, মূর্তিসহ বেশ জিনিসপত্র চুরি হয়েছে। এগুলোর তালিকা করছি। চুরির ঘটনায় থানায় জিডি করবো। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। আখড়া কমিটির পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়