শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৪১ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবহেলায় নষ্ট হচ্ছে খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের মূল্যবান যন্ত্রপাতি

ফাতিমা জান্নাত : জনবল সঙ্কটের কারণে নির্মাণের পাঁচ বছরেও চালু হয়নি খাগড়াছড়ি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি। অবহেলায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ ও যন্ত্রপাতি। ইনডিপেনডেন্ট টিভি, ১১:০০

আবহাওয়ার পূর্বাভাসসহ সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে পৌঁছানোর লক্ষ্যে ২০১৪ সালে খাগড়াছড়ির দীঘিনালায় নির্মিত হয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। পাহাড়ে আবহাওয়া উপযোগী চাষাবাদের গবেষণা এবং দুর্যোগ সতর্কীকরণেও ভূমিকা রাখবে এই প্রতিষ্ঠান।
জনবল সংকটের কারণে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আবহাওয়া কেন্দ্রটি এখন আর কোনো কাজে আসছে না। ৮ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুই জন।

একজন উচ্চমান পর্যবেক্ষক ও একজন পর্যবেক্ষক দিয়ে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা কঠিন বলে জানান সংশ্লিষ্টরা।
তারা বলেন, জনবল সংকটে কার্যক্রম চালু করতে পারেনি প্রতিষ্ঠানটি।

২০০৯ সালে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মস‚চির আওতায় বাস্তবায়ন হয় এই প্রকল্প। লোকবলের অভাবে নষ্ট হচ্ছে এর ম‚ল্যবান যন্ত্রপাতি। চুরি হচ্ছে ভবনের আসবাবপত্র, সোলার প্যানেলও।

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক শুবোধি চাকমা বলেন, আবহাওয়া কেন্দ্রটি চালু হলে অতি ভারী বর্ষণ, শৈত্য প্রবাহ,পাহাড় ধসের প‚র্বাভাস, কৃষক ভাইদের কৃষি প‚র্বাভাস দেয়া যাবে। আবহাওয়ার ডাটা নিয়মিত কেন্দ্রীয় অফিসে পাঠানোর কথা থাকলেও জনবল সংকটের কারণে তা করতে পারছি না। দ্রুত সময়ে জনবল নিয়োগ দিলে আমরা কেন্দ্রটি চালু করতে পারব।

আবহওয়া কেন্দ্রটি পুরোপুরি চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়